ভোট শেষে বাড়ি ফিরেই ইউভানের উপ‍র ‘অত‍্যাচার’, নেটিজেনের সমালোচনার মুখে রাজ

বাংলাহান্ট ডেস্ক: এতদিন ব‍্যারাকপুরে নির্বাচনী প্রচারে ব‍্যস্ত থাকায় চোখের সামনে দেখতে পাননি আদরের ইউভানকে (yuvaan)। কলকাতা থেকে দূরে থেকে ছেলের বড় হয়ে ওঠার মুহূর্ত গুলোও মিস করে গিয়েছেন রাজ চক্রবর্তী (raj chakraborty)। উপরন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন শুভশ্রী। তাই ভোট পর্ব মিটতেই তড়িঘড়ি কলকাতা ফিরে এসেছেন রাজ।

আর ফিরেই ইউভানের উপর শুরু হয়ে গিয়েছে রাজের ‘অত‍্যাচার’। হ‍্যাঁ, এমনটি নিজেই বলেছেন পরিচালক। আসলে দীর্ঘদিন ছেলের থেকে দূরে থেকে বাড়ি ফিরেই ইউভানকে আদর না করে আর পারছেন না তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে ইউভানকে আদরে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে তাঁকে।

IMG 20210424 112129
চুমুতে চুমুতে ছেলেকে ভরিয়ে দিচ্ছেন রাজ। বাবা এতদিন বাড়ি ছিল না, তাই এবার ইউভানকে চুপ করে তাঁর অত‍্যাচার সহ‍্য করতে হবে। এমনটাই বক্তব‍্য রাজের। অবশ‍্য ছোট্ট ইউভানের তাতে খুব একটা আপত্তি নেই। শুয়ে শুয়ে দিব‍্যি বাবার আদর খাচ্ছে সে। মাঝে মাঝে ক‍্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিও উপহার দিচ্ছে ইউভান।

কিন্তু ভিডিওটি শেয়ার করতেই নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন রাজ। সবে মাত্র তিনি ফিরেছেন ব‍্যারাকপুর থেকে‌। এতদিন ভোটের প্রচারের জন‍্য বহু মানুষের সংস্পর্শে আসতে হয়েছে তাঁকে। আর যেভাবে করোনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এমন অবস্থায় এত ছোট শিশুর কাছে এখনি না আসলেই পারতেন রাজ। কিছুদিন ইউভানের থেকে দূরত্ব বজায় রাখা উচিত ছিল তাঁর। এমনি মন্তব‍্য করে পরিচালকের সমালোচনা করেছেন অনেকেই।


তবে ইউভানের কাছে আসার আগে করোনা পরীক্ষা তিনি করিয়েছেন কিনা এই বিষয়ে রাজ কিছু বলেননি এখনো। সম্প্রতি আরবানায় নিজের ফ্ল‍্যাটের ব‍্যালকনিতে দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন পরিচালক। বাবার কোলে ইউভান সোজা তাকিয়ে ক‍্যামেরার দিকে। বাবা ফিরে আসায় ছোট্ট ইউভানও খুব খুশি। এই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, দুজনকেই খুব মিস করছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর