চোখের দেখাতেই গণ্ডগোল, রাজকুমার-পত্রলেখার সাদাসিধা ছবিকে ‘অশ্লীল’ বানালেন নেটিজেনরা!

বাংলাহান্ট ডেস্ক: চোখের ভুলে দড়িকে সাপ ভেবে বসেন অনেকেই। হ‍্যালুসিনেশন এমনি জিনিস যা সাধারন একটা বিষয়কে সম্পূর্ণ অন‍্যরকম ভাবে তুলে ধরতে পারে। আর অনেক সময়েই অজান্তেই হয়ে যায় এমন হ‍্যালুসিনেশন। আর ঠিক সেটাই হয়েছে রাজকুমার রাও (rajkumar rao) ও পত্রলেখার (patralekhaa) সঙ্গে।

নববিবাহিতা স্ত্রীর জন‍্য ব‍্যক্তিগত ফটোগ্রাফার হয়েছিলেন রাজকুমার। একটি মিরর সেলফি তুলেছিলেন তিনি। স্বামীর ক‍্যামেরার সামনে ছোট্ট সাদা পোশাকে পোজ দিয়েছিলেন পত্রলেখা। আয়নায় স্ত্রীর সঙ্গে সঙ্গে নিজের প্রতিচ্ছবিও ক‍্যামেরাবন্দি করেছিলেন অভিনেতা। আর সেখানেই হয়েছে গণ্ডগোল।

FB IMG 1643281197200
আয়নার প্রতিচ্ছবির জন‍্য পত্রলেখার বসার ভঙ্গিমা বেশ অদ্ভূত লেগেছে নেটিজেনদের অধিকাংশের কাছে। অনেকেই এক নজরে ছবিটি বুঝতে না পেরে ‘অশ্লীল’ ভেবে বসেছিলেন। ব‍্যস, সঙ্গে সঙ্গে শুরু মশকরা। একটা সাদাসিধা ছবি শেয়ার করে ব‍্যাপারটা যে এমন ঘোরালো হয়ে উঠবে তা ভাবতে পারেননি রাজকুমারও। তড়িঘড়ি ছবিটি মুছে ফেলেছেন তিনি। যদিও সোশ‍্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ‍্যেই ভাইরাল হয়ে গিয়েছে ‘পতরাজ’ এর এই ছবি।

IMG 20220127 164227IMG 20220127 164242
প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার পত্রলেখা। বহু গুঞ্জন, লুকোচুরির প‍র সুখবরটা দিয়েই দেন তাঁরা। চণ্ডীগড়ে বসেছিল ‘পতরাজ’ এর বিয়ের আসর। বিয়ের দিন টুকটুকে লাল লেহেঙ্গায় সেজেছিলেন বাঙালি কন‍্যে পত্রলেখা। সোনার ও কুন্দনের গয়না ছাড়াও সঙ্গে হাতে ছিল শাঁখা পলা। সবথেকে বেশি যেটা নজর কেড়েছিল, কনের মাথার ওড়নার পাড়ে বাংলায় লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’

আগামীতে পরিচালক অনুভব সিং এর ‘ভিড়’ ছবিতে দেখা যাবে রাজকুমারকে। তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এছাড়াও বধাই দো, হিট: দ‍্য ফার্স্ট কেস, মিস্টার অ্যান্ড মিসেস মাহির মতো ছবিতেও অভিনয় করবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর