ক‍্যামেরা বন্ধ কর! পাপারাৎজিকে ধমক তৈমুরের, নেটিজেনরা বললেন, ‘যেমন মা তেমন ছেলে’

বাংলাহান্ট ডেস্ক: কোনো শিক্ষাদীক্ষা নেই! সইফ আলি খান ও করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) বড় ছেলে তৈমুর আলি খানের (Taimur Ali Khan) হাবভাব দেখে এমনি মন্তব‍্য নেটনাগরিকদের। সেই মিষ্টি ছোট্ট বাচ্চাটা কবেই হারিয়ে গিয়েছে, যে ক‍্যামেরা দেখলেই হাত নাড়ত। এখন তৈমুর পাপারাৎজিকে দেখলেই তাড়া করে। সঙ্গে চোখ পাকিয়ে ধমক!

সাম্প্রতিক ভিডিওতেও দেখা গেল এমনি কাণ্ড। শনিবার বরাবরের মতোই সইফ করিনার মুম্বইয়ের বাড়ির বাইরে ক‍্যামেরা নিজে হাজির পাপারাৎজি। আর তা দেখেই রেগে আগুন তৈমুর। এক রকম ভর্ৎসনার সুরেই পারাৎজিকে তার ধমক, “বন্ধ কর দাদা, বন্ধ কর দাদা! বন্ধ কর ওটা!” তারপরেই ছেলেকে টেনে নিয়ে চলে যান করিনা। কিন্তু চিৎকার বন্ধ করেনি তৈমুর।

kareena kapoor khan quotes on taimur ali khan 1
অপর একটি ভিডিওতে দেখা গিয়েছে, নিজের ভ‍্যানিটি ভ‍্যানে তৈমুরকেও তোলার চেষ্টা করছেন করিনা। কিন্তু মায়ের হাত ছাড়িয়ে নিজের আয়ার হাত ধরে খুদে। অনেক চেষ্টা করেও ছেলেকে ভ‍্যানিটি ভ‍্যানে তুলতে পারেননি করিনা। বার বার মায়ের হাত ঠেলে সরিয়ে দিয়েছে তৈমুর।

করিনার বড় ছেলের কাণ্ড দেখে বিরক্ত নেটিজেনরা। কেউ বলছেন, ছেলেকে একেবারেই মানুষের মতো মানুষ করতে পারেননি করিনা। একজন লিখেছেন, এখন থেকেই মিডিয়ার সঙ্গে এমন ব‍্যবহার! অনেকেরই প্রশ্ন, মাত্র পাঁচ বছর বয়সে এ কী ভাষা শিখেছে তৈমুর! যেমন মা ছেলেও তো তেমনি হবে, দাবি আরেকজনের।

https://www.instagram.com/reel/CcrnSc2qtOo/?igshid=YmMyMTA2M2Y=

সইফ আলি খান ও করিনা কাপুর খানের বড় ছেলে জন্মের পর থেকেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিল‍। সোশ‍্যাল মিডিয়ায় একাধিক ফ‍্যানপেজ, ক‍্যামেরার ঝলকানি, জনপ্রিয়তার মধ‍্যেই বড় হয়ে উঠেছে তৈমুর। তবে এখন তাতে কিছুটা ঘাটতি পড়েছে। অতিরিক্ত জনপ্রিয়তাই নাকি তৈমুরকে বিগড়ে দিয়েছে, মত নেটিজেনদের।

https://www.instagram.com/reel/Ccro57PKgOe/?igshid=YmMyMTA2M2Y=

করিনা পুত্র নাকি যত বড় হচ্ছে ততই অভদ্র হয়ে উঠছে। তৈমুর যত বড় হচ্ছে ততই যেন বাড়ছে তার ক‍্যামেরা বিরক্তি। ছোটবেলায় পাপারাৎজি দেখলেই ক‍্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যেত তারকা পুত্রকে। পাপারাৎজিও বেশ উপভোগ করতেন ব‍্যাপারটা। কিন্তু এখন উলটো হয়ে গিয়েছে বিষয়টা। ক‍্যামেরা দেখলেই তেড়ে যায় তৈমুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর