উড়ন্ত সিঁদুরের পর উড়ন্ত মালা! এভাবেও বিয়ে হয়? ‘পিলু’র প্রোমো দেখে প্রশ্ন নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন সিরিয়াল (serial) আসছে ঠিকই,শুরুটাও হচ্ছে অন‍্য রকম ভাবে। কিন্তু দর্শকদের মনে আশা জাগিয়েও শেষে সেই একই ‘মার্কামারা’ গল্পই দেখানো হচ্ছে। জি বাংলার ঝাঁ চকচকে নতুন সিরিয়াল ‘পিলু’র (pilu) প্রোমো দেখে এমনি বিরক্তির প্রকাশ নেটনাগরিকদের। উড়ন্ত সিঁদুরের পর এবার মালা ছুঁড়ে বিয়ে হয়ে যাচ্ছে নায়ক নায়িকার! দেখেশুনে হতবাক নেটিজেনরা।

সপ্তাহ কয়েক হল শুরু হয়েছে ‘পিলু’। সিরিয়ালের মূল গল্প গানের বিষয়ে হলেও এখন তাতে বিয়ের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। নায়িকা পিলু গ্রামের মেয়ে। পুরুলিয়ার লোকগানে পারদর্শী সে। নায়ক আহিরের সঙ্গে পিলু আসে চন্দননগরে শাস্ত্রীয় সঙ্গীত শিখবে বলে। ঘটনাচক্রে আহিরের যিনি গুরুজি অর্থাৎ আদিত‍্য নারায়ণ আসলে পিলুরই বাবা। কিন্তু পিলুর মা সেকথা ছোট থেকেই গোপন করে গিয়েছেন মেয়ের কাছে।


পিলুর শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা ভালোই চলছিল। কিন্তু আহিরের প্রতি প্রেম ও পিলুর উপরে হিংসার বশে তাকে চুরির মিথ‍্যে দায়ে ফাঁসিয়ে দেয় আদিত‍্য নারায়ণের মেয়ে রঞ্জা। অপমান সহ‍্য করতে না পেরে বাড়ি ফিরে আসে পিলু। এরপরেই আদিত‍্য নারায়ণ শিষ‍্য আহিরকে বলেন নির্দোষ পিলুকে ফিরিয়ে আনতে।

https://www.instagram.com/p/CZUDCXGJ4oL/?utm_medium=copy_link

প্রোমোতে দেখা গিয়েছে, টুসু পরবে পুরুলিয়া এসে পৌঁছেছে আহির। পিলুকে খুঁজতে খুঁজতে নিজের গলায় থাকা একটা মালা না দেখেই ছুঁড়ে ফেলে সে। অদ্ভূত ভাবে সেই মালা উড়ে গিয়ে পড়ে পিলুর গলাতেই। তবে কি তার সত‍্যি বিয়ে হয়ে গেল? বজরং বলীর ভক্ত পিলু গিয়ে তার আরাধ‍্য দেবতার কাছেই জানতে চায় উত্তর।

আর তার যে বিয়ে হয়ে গিয়েছে সে সংকেত হিসাবে পিলুর সিঁথি ভরে যায় সিঁদুরে। এই প্রোমো দেখেই রসিকতায় মেতেছে নেটিজেনদের একাংশ। একজন মজা করে লিখেছেন, ‘কত ভাবেই না বিয়ে হয়!’ আরেকজন লিখেছেন, ‘সেই মার্কা মারা বিয়ের ট্র‍্যাক আনল!’ একজন লিখেছেন, ‘উড়ন্ত মালা গলায় পড়ল আর বিয়ে হয়ে গেল?’ কয়েকজনের ক্ষোভ, গল্পটা বেশ অন‍্য রকম লাগছিল। সেই আবার একই টুইস্ট না আনলেই হত।

X