বাংলাহান্ট ডেস্ক: ফের একবার নেটজনতার ট্রোলের (troll) শিকার হতে হল সলমন খানকে (salman khan)। দেশের কৃষকদের সম্মান জানানোর জন্য সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেই ছবিকে ঘিরেই ফের একপ্রস্থ সমালোচনার সম্মুখীন হয়েছেন ভাইজান।
সলমনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সারা গায়ে জল কাদা মেখে মাটিতে বসে রয়েছেন তিনি। পরনে একটি জিন্সের হাফপ্যান্ট ও সবুজ টিশার্ট। সলমনের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে খুবই ক্লান্ত তিনি। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সব কৃষকদের শ্রদ্ধা জানাই’। নিজের পানভেলের ফার্ম হাউসে কাজ করার পরই ছবিটি তুলেছেন তিনি। এই ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে ট্রোলের বন্যা।
নেটিজেনের একাংশ রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ভাইজানের প্রতি। তাদের বক্তব্য ছবিটি যে অত্যন্ত নকল তা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এক ব্যক্তি লিখেছেন, ‘কৃষকদের সম্মান জানানো জন্য যে মাথায় কাদা মাখতে হয় তা জানতাম না। ধন্যবাদ সলমন ভাই এটা জানানোর জন্য।’ আবার আরেকজন লিখেছেন, ‘আপনি তো নিজে ফার্ম হাউসে সুরক্ষিত রয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। আসল কৃষকেরা মহামারির কারনে ও পঙ্গপাল হানায় না খেতে পেয়ে মরছে।’
অপর এক ব্যক্তি নিজেকে কৃষক পরিচয় দিয়ে মন্তব্য করেছেন, ক্ষেতে কাজ করার সময় তার শরীরে তো এভাবে কাদা লাগে না। তবে সলমনের ছবিটি দ্রুত হারে ভাইরাল হচ্ছে। টুইটারে এখনও পর্যন্ত ১ লাখের বেশি লাইক পড়েছে ছবিতে।
Respect to all the farmers . . pic.twitter.com/5kTVcVE7kt
— Salman Khan (@BeingSalmanKhan) July 14, 2020
প্রসঙ্গত, গোটা লকডাউনটা পানভেলে নিজের ফার্ম হাউসেই কাটিয়েছেন সলমন খান। তাঁর সঙ্গী ছিল পরিবারের কয়েক জন সদস্য, বান্ধবী ইউলিয়া ভান্টুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ। কিছুদিন আগেই অভিনেতার ফার্ম হাউস ছেড়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন জ্যাকলিন। তবে ইউলিয়া এখনও বহাল তবিয়তে রয়েছেন সলমনের সঙ্গেই।