বাংলাহান্ট ডেস্ক: ভাইরাল (Viral Song) সংষ্কৃতি বেশ কয়েক বছর ধরেই চলছে সোশ্যাল মিডিয়ায়। এখন যে ‘কাঁচা বাদাম’ গানে মজে রয়েছে নেটপাড়াবাসী, গত বছর পর্যন্তও সেখানে ছিল ‘মানিকে মাগে হিতে’। আবার যদি তিন চার বছর পিছিয়ে যান, তখনো কিন্তু ভাইরাল গানের উন্মাদনা ছিল। একচ্ছত্র রাজত্ব করতেন রানু মণ্ডল (Ranu Mondal)।
রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গাইতে গাইতেই হঠাৎ করে একদিন ‘সেলিব্রিটি’ হয়ে ওঠেন রানু। পৌঁছে যান মুম্বই। রেকর্ড হয় ‘তেরি মেরি কাহানি’। সর্বত্র তাঁর পরিচিত, সবার মুখে মুখে রানুর গান। তারপর পরিস্থিতি বদলেছে। এখন রানুর বায়োপিক হচ্ছে। আবারো সংবাদ শিরোনামে উঠে আসছেন রানু।
কিন্তু ট্রোল থেকে অব্যাহতি পাননি তিনি। সম্প্রতি বাংলাদেশের ভাইরাল হিরো আলমের (Hero Alom) সঙ্গে গান রেকর্ড করেছেন রানু। লেকটাউনের একটি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গান। নাম, ‘তুমি ছাড়া আমি’। গীতিকার নবজরুল কবির এবং সুরকার এফ এ প্রীতম।
সেই গান রেকর্ড করার একটি ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন হিরো আলম। একটি প্রশ্নোত্তর পর্বের অংশও রয়েছে ভিডিওতে। তবে দুজনের গান শুনে কমেন্ট বক্সে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, ‘খুব ইচ্ছা ছিল এই দুজন মহাগুণী শিল্পীর গান শুনে মরি। যাহোক, এখন একটু শান্তিতে মরতে পারব।’ আরেকজনের দাবি, রানু আর হিরো আলম দুজনকে একসঙ্গে দারুন মানিয়েছে। তাঁদের বিয়ে দেওয়া হোক।
এর আগে রানু মণ্ডলের প্রশংসা করে হিরো আলম বলেছিলেন, “রানু দিদি সত্যিকারের ভাল গায়িকা। তাঁর কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশমিয়া ছুটে এসেছিলেন। দিদিকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। রানুদির সঙ্গে গাইতে পেরে আমি ধন্য। কলকাতায় এসে ভুবন বাদ্যকর ও রানু মণ্ডলের সঙ্গে দুটো গান গাইলাম। আশা করি দুটোই ভাইরাল হবে।”
ভুবন বাদ্যকরের সঙ্গে গাওয়া ‘বাবু খাইছো×কাঁচা বাদাম’ এর ভিডিও শেয়ার করেছেন হিরো আলম। ইতিমধ্যেই ১ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। এই প্রথম হিরো আলমেরের কোনো গানের ভিডিওতে নিন্দার থেকে প্রশংসা বেশি হয়েছে। গানের সুর পছন্দ হয়েছে অনেকেরই। কয়েকজন নাকি একাধিক বারও শুনেছেন ‘বাবু খাইছো কাঁচা বাদাম’।