ঝুলন গোস্বামীর চরিত্রে অনুষ্কাই, শ‍্যামবর্ণা বাঙালি অভিনেত্রীকে নেওয়া যেত না? ক্ষুব্ধ নেটনাগরিকরা

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে আশ্বস্ত হলেন সিনেপ্রেমীরা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়িকা ঝুলন গোস্বামীর (jhulan goswami) বায়োপিকে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মাই (anushka sharma)। সমস্ত জল্পনা, গুঞ্জন নস‍্যাৎ করে ছবির ঘোষনা করলেন অভিনেত্রী। সঙ্গে শেয়ার করলেন টিজারও। কিন্তু ঝুলন গোস্বামী হিসাবে অনুষ্কার কামব‍্যাকে খুশি নন নেটনাগরিকদের একটা বড় অংশ।

ঝুলন গোস্বামীর বায়োপিকের নাম রাখা হয়েছে ‘চাকদা এক্সপ্রেস’। ছবির টিজার শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘এটা খুব বিশেষ একটা ছবি কারণ এটা অসাধারন আত্মত‍্যাগের একটা গল্প। প্রাক্তন ভারতীয় অধিনায়িকা ঝুলন গোস্বামীর জীবন কাহিনি অবলম্বনে তৈরি ‘চাকদা এক্সপ্রেস’। মহিলা ক্রিকেটের দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে যাবে।’

maxresdefault 18 1
তিনি আরো লিখেছেন, ‘যখন ঝুলন ক্রিকেটার হওয়ার সিদ্ধান্ত নেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের দেশকে গর্বিত করেন, সে সময়ে মহিলাদের খেলার কথা ভাবাটাও কঠিন ছিল।’ ঝুলন গোস্বামীর কাহিনি শুনে গর্ববোধ হয়েছিল অনুষ্কার। এমন একজন ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করতে পেরে নিজেকে ধন‍্য মনে করেন তিনি।

প্রায় চার বছর পর অভিনয়ে অনুষ্কার কামব‍্যাকে খুশি তাঁর ভক্তরা। কিন্তু অনেকেই মনে করেন, ঝুলন হিসাবে অনুষ্কাকে মানাচ্ছে না। একজন লিখেছেন, বায়োপিক যখন বানানো হচ্ছে তখন গায়ের রংটা অন্তত মেলানো উচিত ছিল। অনেকে প্রশ্ন করেছেন, কোনো বাঙালি অভিনেত্রীকে নেওয়া যেত না? কিংবা শ‍্যামবর্ণা অভিনেত্রীকে ছবিতে নেওয়া উচিত ছিল বলেও দাবি করেছেন অনেকে।

https://www.instagram.com/tv/CYX7vaDFcDZ/?utm_medium=copy_link

২০২০ থেকেই এই বায়োপিকের সঙ্গে অনুষ্কার জড়িত থাকার খবর ভাইরাল হতে শুরু করে। ইডেন গার্ডেনে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে শুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে ছিলেন ঝুলনও। দু বছর আগে ছবির শুটিং শুরু হলেও মাঝে করোনা আবহের জন‍্য বেশ কিছুদিন বন্ধ ছিল কাজ। তারপর অনুষ্কার সন্তানসম্ভবা হওয়ার খবর আসে। কাজ থেকে বিরতি নিতে বাধ‍্য হন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর