বাংলাহান্ট ডেস্ক: আবারো বিতর্কে জড়ালেন কপিল শর্মা (Kapil Sharma)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন চর্চিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর প্রচার করতে অস্বীকার করার অভিযোগ উঠেছে কপিলের শোয়ের বিরুদ্ধে। পরিচালকের দাবি, কপিল শর্মা শোয়ের তরফে নাকি দাবি করা হয়েছে এই ছবিতে কোনো বড় তারকা নেই। উল্লেখ্য, আসন্ন কাশ্মীর ফাইলসে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনুপম খেরের মতো অভিজ্ঞ অভিনেতাদের।
সম্প্রতি একটি টুইটে এক নেটনাগরিক বিবেককে অনুরোধ করেন, কপিল শর্মা শো তে গিয়ে তাঁর আসন্ন ছবির প্রোমোশন করতে। উত্তরে পরিচালক বলেন, ‘কপিল শর্মার শোতে কে আমন্ত্রণ পাবে কি পাবে না সেটার সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। কপিল ও তাঁর প্রযোজকরাই ঠিক করবেন কাকে আমন্ত্রণ জানাবেন।’
উল্লেখ্য, এর দিন কয়েক আগেই একটি টুইটে বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছিলেন কপিল শর্মার শোয়ের তরফে তাঁদের আমন্ত্রণ জানাতে অস্বীকার করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, ছবিতে কোনো ‘বড় বাণিজ্যিক তারকা’ নেই। এরপরেই কপিল ও তাঁর শোয়ের উপরে ক্ষেপে ওঠেন নেটনাগরিকদের একাংশ।
They refused to call us on their show because we don’t have big commercial star. #FACT https://t.co/sQvOd3olSW
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 4, 2022
সমালোচনার জেরে টুইটারে ট্রেন্ডিং তালিকায় চলে এসেছেন কপিল। কয়েকজন অভিযোগ করেছেন, কপিল হলেন বলিউডের ‘সার্কাস মাস্টার’। জাতীয় ইস্যু নিয়ে কোনো মাথাব্যথা নেই তাঁর। শোতে অন্য লোককে অপমান করে মজা লোটেন তিনি। গণহত্যার যন্ত্রণা বোঝার ক্ষমতাই নেই কপিলের।
Kapil sharma is circus master of Bollywood . He is not serious about national issues .He is abusing and insulting poor people in the show for making money . No civilised society will allow his hypocracy .He can not understand pain of Genocide .Jai Hind .🙏 https://t.co/BVazUPBvRJ
— SurinderBhat (@SurinderBhat14) March 7, 2022
সম্প্রতি ‘কাশ্মীর ফাইলস’ এর জন্য হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন বিবেক। টুইটার থেকে বিদায় নেওয়ার কারণ জানিয়ে একটি লম্বা চওড়া বার্তা দিয়েছেন তিনি। বিবেক লিখেছেন, অনেকেই ভাবছেন তাঁর টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এমনটা নয়। তিনি নিজেই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন।
Boycott Kapil Sharma show.
Anyways… i have said earlier also… this show is worth nothing. https://t.co/PwdaNbOlmT— Indian🇮🇳🚩(Modi Ka Pariwar) (@veernetaji) March 7, 2022
কারণ ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর প্রচার শুরু করতেই টুইটার থেকে এক রকম বয়কট করে দেওয়া হয়েছিল তাঁকে। তাঁর ফলোয়ার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যায়। এমনকি হুমকি, অকথ্য গালিগালাজ করে মেসেজের পর মেসেজ ভরে গিয়েছে তাঁর অ্যাকাউন্টে। পরিচালক জানান, তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করা হচ্ছে। শুধুমাত্র কাশ্মীরি ভাই বোনেদের দুর্দশার সত্যিটা ছবিতে দেখিয়ে দেবেন বলে এতকিছু করা হচ্ছে।