বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য দুই দলের কাছেই এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচ জিতলেও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ধোনিকে কটাক্ষ করেছেন অনেকেই। তার কারণ ম্যাচ চলাকালীন আম্পায়ারকে প্রভাবিত করেছিলেন ধোনি।
https://twitter.com/Kourageous__/status/1316073486884966400?s=20
এই ম্যাচে জয়ের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল 27 রানের। গুরুত্বপূর্ণ 19 তম ওভারে বল করতে আসেন চেন্নাই এর অন্যতম সেরা বোলার শার্দুল ঠাকুর। তাঁর প্রথম বলে দু’রান তুলে নেন রাশিদ খান। দ্বিতীয় বলটি অফ স্টাম্পের অনেকটা বাইরে করেন শার্দুল ঠাকুর, স্বাভাবিক ভাবেই আম্পায়ার ওয়াইড দেন। তারপর ফের অফ স্টাম্পের অনেকটা বাইরে বল করেন শার্দুল ঠাকুর। সেই বলটিও ওয়াইড দেওয়ার জন্য আম্পায়ার হাত তুলতে গিয়েও ধোনির চোখ রাঙানি দেখে হাত নামিয়ে নেন।
@ICC @BCCI @SGanguly99 How will you justify an Elite umpire Mr. Paul Reiffel's error??? Is this kind of bullying allowed?
Weak umpiring! Sad to see an Elite umpire bogging down by the stature of a cricketer.#Umpire #PaulReiffel #Dhoni #IPL #Cricket #CSKvsSRH #IPL2020 #IPLinUAE— Bhautik Mehta (@bhautik_pm) October 14, 2020
https://twitter.com/VIRATs_SPideR/status/1316076746295271424?s=20
আর এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী। ইতিমধ্যেই আইপিএলে ফিক্সিংয়ের দায়ে দু’বছর নির্বাসিত হতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। তারপর মঙ্গলবার এর ম্যাচে ফের চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক ধোনির এমন আচরণ দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকেই দাবি তুলেছেন ধোনির এমন আচরনের জন্য আজীবন আইপিএল থেকে নির্বাসিত করে দেওয়া হোক চেন্নাই সুপার কিংসকে।