বাংলা হান্ট ডেস্ক : সারেগামাপার প্রতিযোগী সপ্তপর্ণীর ভুল ধরিয়ে তুমুল ট্রোলড গায়িকা অন্তরা মিত্র (Antara Mitra)। গত সপ্তাহেই জি বাংলা সারেগামাপা (Saregamapa) থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জনপ্রিয় প্রতিযোগী সপ্তপর্ণী বসু (Saptaparni Basu)। চলতি সিজনে তিনি ইমন-রাঘবের টিমের সদস্যা ছিলেন। সপ্তপর্ণী এই বছরেই প্রথমবার এই গানের মঞ্চের প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন ঠিকই তবে তাঁর সাথে জি বাংলা সারেগামাপা-এর সম্পর্ক অনেক পুরনো। সপ্তপর্ণী আগেও এই মঞ্চে কোরাস টিমে গান গেয়েছেন।
প্রতিযোগীর ভুল ধরিয়ে ট্রোলড অন্তরা মিত্র (Antara Mitra)
তবে এদিন সপ্তপর্ণীর পারফরমেন্স মন ছুঁতে পারেনি বিচারকদের। তাই সমালোচনা করেছেন কম-বেশি সকলেই। এদিন বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজার বিশাল-শেখরের ‘খুদা জানে’ গান গেয়েছিলেন সপ্তপর্ণী। তাঁর সঙ্গত জী সারেগামাপার বিজয়ী কুশল। কিন্তু এদিন সপ্তপর্ণীর গান শুনে আশাহত হন বিচারকরা। তাই মাত্র ২২ পয়েন্ট নিয়েই এই গানের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন তিনি।
তবে অন্যান্য সমস্ত বিচারকরা সপ্তপর্ণির পারফরমেন্সের সমালোচনা করলেও তার ভুল ধরাতে গিয়ে এবার দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন রিয়েলিটি শোয়ের বিচারক তথা গায়িকা অন্তরা মিত্র (Antara Mitra)। সপ্তপর্ণির গান শেষ হওয়ার পর এদিন অন্তরা তাঁকে প্রথমেই দু লাইন আবার গাইতে বলেন। সপ্তপর্ণির গাওয়া শেষ হতেই অন্তরা (Antara Mitra) জানান ‘হামকো ক্যায়া লেনা’ এই জায়গাটায় এত ভাইব্রেটো আনার দরকার ছিল না।
আরও পড়ুন : ডাস্টবিন থেকে তুলে খেয়েছেন খাবার! একটা ‘শো’তেই ভাগ্য বদল, কে এই বলিউড তারকা?
বিচারক হিসেবে অন্তরা সপ্তপর্ণীকে জানিয়েছিলেন এটা ‘বয়-গার্ল’ গান ছিল না। এটা ‘ম্যান-ওম্যান সং।’ কিন্তু এইভাবে একজন বিচারক হিসাবে প্রতিযোগী সপ্তপর্ণীকে তার ভুল ধরানোর ধরণ একেবাফারেই পছন্দ হয়নি দর্শকদের। তাছাড়া এই শো এর অপর বিচারক জাভেদ আলী স্পষ্ট জানিয়েছিলেন সপ্তপর্ণী পুরো সুর তালে গেয়েছেন। তাই এদিন সোশ্যাল মিডিয়ায় অন্তরাকে তুলধোনা করেই একের পরের কটাক্ষ করতে শুরু করেন দর্শকরা।
View this post on Instagram
কেউ লিখেছেন ,‘মেয়েটি তো এতটাও ঢং করে গায়নি যতটা অন্তরা করলো’। কারও আবার কটাক্ষ, ‘অন্তরা নিজেই গান পারে না, ইন্ডিয়ান আইডল ২-তে কী ওভারঅ্যাক্টিং করত…ভাবছে আমরা ভুলে গেছি। সবসময় নিজেকে বড় মনে করে, যেন শ্রেয়া ঘোষাল’। তবে অন্তরার পক্ষ নিয়েও কথা বলেছেন কয়েকজন। তাঁদের মধ্যেই একজন লিখেছেন, ‘অন্তরা ঠিক বলেছেন। সব বোদ্ধা পাবলিকগুলো আসে নেগেটিভ কমেন্ট করতে। আসলে কম পরিচিতি বলে শিল্পীর মর্যাদা নেই। খুব লাগলো শুনে মেয়েটি ন্যাকামি করে গান গেয়েছে, একদম সোজাসুজি বলেছে। সেটাই বিচারকের কাজ’।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’