‘নির্লজ্জ-মেরুদন্ডহীন!’ আরজিকর কাণ্ডে প্রতিবাদ নেই, দেবের সমালোচনায় মুখর ভক্তরা 

বাংলা হান্ট ডেস্ক : টলিউডের (Tollywood) সুপারস্টার দেব (Dev)। সেই সাথে রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট সক্রিয় তিনি। কিন্তু আরজিকরের (RG Kar Case) তরুণী হত্যার ঘটনায় তাঁর মুখ দিয়ে একটাও শব্দ বের না হওয়ায় কার্যত স্তম্ভিত বাংলার মানুষ। অপরাধীদের দৃষ্টান্তমমূলক শাস্তি আর তিলোত্তমার বিচারের দাবিতে মুখরিত গোটা দেশ। সেইসাথে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উপযুক্ত আইন চালু  করার-ও দাবি তোলা হচ্ছে জোরদার।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড দেব (Dev)

নির্যাতিতার হত্যাকারীরা যতদিন না চরম  শাস্তি পাচ্ছেন ততদিন তার পরিবারের সাথেই আন্দোলন চালিয়ে যাওয়ার দাবিতে গর্জে উঠেছেন বাংলার মানুষ। এই পরিস্থিতিতে এক অদ্ভুত শোক বিরাজ করছে চারদিকে। মুষড়ে পড়েছেন সকলেই।  একই ছবি সোশ্যাল মিডিয়াতেও। নাওয়া-খাওয়া ভুরে মেয়ের বিচার চাইতে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন কিংবা প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন আমজনতা।

আসলে তিলোত্তমার নির্মম হত্যাকারীরা চরম শাস্তি না পাওয়া পর্যন্ত মন থেকে যেন শান্তি পাচ্ছেন না কেউই। তাই সকলেই প্রতিবাদ করছেন বিচারের দাবি তুলছেন। কিন্তু এমন একটা পরিস্থিতিতে কোন মন্তব্য করা তো দূরে থাক শহর থেকে দূরে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেতা (Dev)। সঙ্গে রয়েছেন  প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

সাথে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন অভিনেতা দেব (Dev) আর তার গোটা কলকাতার রাজপথে যখন সয়েছয়ে নামছে প্রতিবাদ মিছিল ঠিক তখনই এই অভিনেতাকে একটি মর ুভূমি থেকে জিমের ছবি শেয়ার করতে দেখে একেবারে রে রে করে উঠেছিলেন কথা বলেননি তার নিজের ভক্তর আসলে এমন একটা পরিস্থিতিতে যখন সকলের মনের অবস্থা এমন সময়ে দেবের এই সমস্ত ছুটি কাটানোর ছবি দেখে ভীষণ বিরক্ত।

আরও পড়ুন : শুরু ৬০০০ টাকা দিয়েই!আজ কোটিপতি YouTube’র এই শিক্ষিকা! কীভাবে সফল হলেন হিমাংশি?

তাই সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় দেবের সমালোচনা করে কেউ লিখেছেনগোটা কলকাতা শহরের অলিগলি থেকে রাজপথ যখন প্রতিবাদে মুখরিত তখন সোশ্যাল মিডিয়ায় দেব এমন একটি ছবি শেয়ার করলেন যা দেখে তাঁর ওপর আরও খেপে গিয়েছেন সাধারণ মানুষ। দেবের শেয়ার করা ছবিতে  দেখা যাচ্ছে, মরুভূমির মধ্যেই একটি জিমমের ওয়াক্যালেটরে ছুটে শরীরচর্চা করছেন দেব।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে ক্যাপশান দেব দিয়েছেন একটি শরীরচর্চার ইমোজি। তবে দেবের সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই কটাক্ষের বন্যা। দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কেউ  লিখেছেন,’বিবেকের সঙ্গে লজ্জা এভাবে বিসর্জন দিলেন’। অনেকে আবার লিখেছেন, ‘খাদান বয়কট করব’। কেউ আবার দেবের প্রতিক্রিয়া জানতে চেয়ে লিখেছেন, ‘নির্বাচনের আগে গরীবের বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন, এখন চুপ কেন? ওঁর মুখ থেকে ওঁর বক্তব্য শুনতে চাই।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর