বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই বড়দিন (Christmas) পালন করেছেন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বড় তারকারাও নিজেদের পরিবারের সাথে নিজের মতো করে এই বিশেষ উৎসব পালন করেছেন। প্রত্যেকেই কেমন ভাবে এই বিশেষ দিনটি পালন করছেন তা বোঝাতে সেই মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।
এই ঘটনার ব্যতিক্রম ছিলেন না লিভারপুলের (Liverpool) তারকা উইঙ্গার মহম্মদ সালাহ (Mo. Salah)। তার দেশ মিশর কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই ডিসেম্বর মাসের বেশ কিছুটা সময় বিশ্রাম পেয়েছেন তিনি ফুটবল থেকে। সদ্য মাঠে ফিরেছিলেন নিজের ক্লাব লিভারপুলের হয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে। কিন্তু সেই ম্যাচ গোল করেও নিজের দলকে জেতাতে পারেননি তিনি।
তারপর আজ ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) মাঠে ফেরার আগে গতকাল নিজের পরিবারের সাথে বড়দিনের উৎসব পালন করেছিলেন মিশরের এই তারকা ফুটবলার। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই বাঁধে-বিপত্তি। তার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন কিছু মৌলবাদী নেটিজেন।
#MerryChristmas pic.twitter.com/nTFjuQyvRD
— Mohamed Salah (@MoSalah) December 24, 2022
তাদের মতে সালাহ একজন মুসলিম হয়ে খ্রিস্টানদের উৎসব পালন করে তীব্র অন্যায় করেছেন। এইজন্য তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন যে শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্যেই নাকি মিশরের তারকা ফুটবলার এমনটা করেছেন।
এমন অবস্থায় অবশ্য বেশিরভাগ অংশের নেটিজেনই তার পাশে দাঁড়িয়েছেন। সকলেই জানেন যে সালাহ নিজের ধর্মকে কতটা সম্মান করে থাকেন। মাঠে গোল করা থেকে শুরু করে ট্রফি জয় উদযাপন, নিজের ভগবান কে কখনোই ধন্যবাদ জানাতে ভুলেন না তিনি। তা সত্ত্বেও কেউ কেউ কি করে তাকে এমন ভাবে আক্রমণ করেছেন সেই নিয়ে অনেকেই বিস্মিত হয়েছেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা