দেশ উত্তাল আর আপনি ফটোশ্যুট করছেন? দিশা পাটানিকে কটাক্ষ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে সারা দেশ জুড়ে বিক্ষোভ চলছে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে। তার মধ্যে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের ঘটনা যেন আগুনে ঘৃতাহুতি দিয়েছে। বলিউডের বেশ কয়েকজন তারকা ইতিমধ্যেই মধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন। সেই তালিকায় রয়েছেন ফারহান আখতার, মহেশ ভাট, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্কর সহ আরও বহু জনপ্রিয় ব্যক্তিত্ব। তবে আশ্চর্যজনক ভাবে চুপ বিটাউনের প্রথম সারির তারকারা। তাঁদের ওপর আগেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এবার তাঁদের আক্রমণের শিকার হলেন দিশা পাটানি।

 dishatigercommentslowmotion

https://www.instagram.com/p/B6QQbu5ggOF/?utm_source=ig_web_copy_link

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তারকা তিনি। অন্তর্বাস ব্র্যান্ড কেলভিন ক্লেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। সেই সূত্রে প্রায়ই এই ব্র্যান্ডের অন্তর্বাস পরে ফটোশুট করতে দেখা যায় তাঁকে। এবার সেই কারণেই নেটজনতার রোষের মুখে পড়তে হল  ’ভারত’ অভিনেত্রীকে। একজন মন্তব্য করেছেন, দেশের এই হাল আর উনি এখানে অন্তর্বাস বিক্রি করছেন। আরেকজনের মত, এইভাবেই CAA ও NRC থেকে দেশের যুবসমাজের মনোযাগ ঘুরানোর চেষ্টা চলছে।

https://www.instagram.com/p/B5P-_d4gJRe/?utm_source=ig_web_copy_link

কেলভিন ক্লেইনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য প্রায়ই এই সংস্থার বানানো অন্তর্বাস ও টু পিস পরে ফটোশুট করেন দিশা পাটানি। সেইসব ছবি এতদিন বেশ প্রশংসিতও হয়েছে নেটদুনিয়ায়। প্রায়দিনই সংবাদ শিরোনামে থাকতেন অভিনেত্রী। এবার সেই ফটোশুটই তাঁকে বিপদের মুখ ফেলল।

44524657 476137339541559 8366454493803790418 n

প্রসঙ্গত, দিল্লির জামিয়া পড়ুয়াদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে ১৯ ডিসেম্বর মুম্বইয়ের ক্রান্তি ময়দানে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেন অভিনেতা ফারহান আখতার। তাঁকে সঙ্গ দেন স্বরা ভাস্কর, হুমা কুরেশি সহ আরও অনেকে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর