বিচ্ছেদের গুঞ্জনে চাহালের পাশে নেটিজেনরা! অথচ ধনশ্রীর “চরিত্র” নিয়ে উঠল প্রশ্ন, সরগরম নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার বিচ্ছেদের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে, যুজবেন্দ্র চাহালের বিচ্ছেদের গুঞ্জনের আবহেই অনুরাগীরা চাহালের সমর্থনে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছেন। শুধু তাই নয়, চাহালের অনুরাগীদের ক্ষোভের সম্মুখীন হয়েছেন ধনশ্রী। পাশাপাশি, ধনশ্রীকে ঘিরে ট্রোলিংও চলছে।

চাহালের (Yuzvendra Chahal) পাশে নেটিজেনরা:

গত রবিবার, যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বহু অনুরাগী তাঁদের নিজ নিজ “X” হ্যান্ডেলগুলিতে চাহালের স্ত্রী ধনশ্রীর কড়া সমালোচনা করেছিলেন। শুধু তাই নয়, তাঁরা ধনশ্রীরকে অন্য পুরুষদের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য অভিযুক্ত করে স্পষ্ট দাবি করেন যে, এই বিচ্ছেদ ছিল চাহালের জন্য “সর্বোত্তম সিদ্ধান্ত”। এদিকে, একজন অনুরাগী আবার ধনশ্রীর সমালোচনা করে অভিযোগ করেছেন যে তিনি চাহালের “অব্যবহার” করেছেন। এমতাবস্থায়, ধনশ্রীকে বিরাট-অনুষ্কার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার বিষয়টি উপস্থাপিত করেন এক অনুরাগী।

Netizens stand by Yuzvendra Chahal amid separation.

অনুরাগীরা করছেন সমালোচনা: এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। চাহালের এক ভক্ত “X”-এ পোস্ট করে লিখেছেন, “চাহাল (Yuzvendra Chahal) ধৈর্য ধরেছেন। কিন্তু তারপরও আর কতদিন ধনশ্রীর কাজ আর অনলাইন ট্রল সহ্য করবেন তিনি। তাঁকে ‘ডিভোর্স” দিয়ে চাহাল নিজের জন্য সেরা কাজটি করেছেন।” একটি পোস্টে অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “যে মহিলা বিয়ের সময়ে অন্য পুরুষদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখান, তাঁর এটা হওয়ার ছিল। ধনশ্রী-চাহালের বিবাহবিচ্ছেদ প্রায় নিশ্চিত।”

আরও পড়ুন: কোনও ষড়যন্ত্র নাকি ভ্লগারের কর্ম? পুরীর জগন্নাথ মন্দিরের ওপরে দীর্ঘক্ষণ উড়ল ড্রোন! শুরু তুমুল হইচই

ইনস্টাগ্রামে “আনফলো” করার পর থেকেই শুরু হয় গুঞ্জন: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের গুঞ্জন তখন থেকে শুরু হয়েছিল যখন ভক্তরা লক্ষ্য করেছিলেন যে তাঁরা দু’জনেই একে অপরকে ইনস্টাগ্রামে “আনফলো” করেছেন। যুজবেন্দ্র তাঁর অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর সমস্ত ছবিও সরিয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: ৯৬০ কোটি টাকার শেয়ার দান করলেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের মাস্ক! কারণ কি শুধুই পুণ্য অর্জন?

এদিকে, ২০২২ সালের শুরুর দিকে, নেটিজেনরা এটাও লক্ষ্য করেছিলেন যে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পদবী হিসেবে “চাহাল” শব্দটি মুছে ফেলেছিলেন। চাহালের (Yuzvendra Chahal) একটি ইনস্টাগ্রাম স্টোরিও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যেখানে একটি ছবিতে লেখা ছিল, “নতুন জীবন লোড হচ্ছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর