বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই কম-বেশি নিজের ছবি পোস্ট করেন নেটমাধ্যমে। সমাজের সর্বস্তরের মানুষই এটি সমানতালে ব্যবহার করেন। কোনো নামজাদা ব্যক্তির নতুন কোনো ছবি সামাজিক মাধ্যমে এলে স্বাভাবিকভাবেই সেখানে চলে লাইক, কমেন্টের বন্যা। পাশাপাশি, চলতে থাকে ট্রোলিং-ও!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি পোস্ট করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা সাবা হাকিম। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন “এক মিনিট সময় নিয়ে বলতে চাই, আমার বাবা খুব হ্যান্ডসম!” ছবিটি টুইট করতেই কমেন্টের বন্যা বয়ে যায় সেখানে। তার মধ্যেই অনেকে তাঁকে ট্রোল করারও চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজন নেটিজেন লেখেন, “স্যান্ডো গেঞ্জি পরে টাকা নেওয়ার সময় আরও হ্যান্ডসম লাগছিল।” আর তারপর থেকেই এই কমেন্টও রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে!
প্রসঙ্গত উল্লেখ্য, নারদ কাণ্ডের স্টিং অপারেশনের ভিডিয়ো ক্লিপিংসে স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় ফিরহাদ হাকিমকে টাকা নিতে দেখা গিয়েছিল। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়ে যায় ওই সময়। তার পরে, স্বাভাবিকভাবেই হাজারও প্রশ্নের মুখে পড়েন ফিরহাদ!
পাশাপাশি, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের তরফে একাধিকবার মেয়রের সেই ভিডিয়ো ফুটেজ তুলে ধরে কটাক্ষ করা হয়েছে। এমনকি, গত বছরই নারদ মামলায় গ্রেফতার করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। CBI-এর ওই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন ফিরহাদ। তবে, সেই ঘটনার প্রসঙ্গ বারবার উপস্থাপিত হয় এখনও।
সম্প্রতি, দ্বিতীয়বার মেয়রপদের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র পদে তাঁর নাম সর্বসমর্থনে গৃহীত হওয়ার পরেই তিনি বলেছিলেন, “ভোটের আগে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনই আমার প্রথম লক্ষ্য হবে।” তবে, এবার কলকাতা পুরসভার অন্দরেই কর্মরত অবস্থায় মেয়রের একটি ছবি পোস্ট করেছিলেন ফিরহাদ কন্যা। সেই ছবিটিই এখন পড়েছে ট্রোলের মুখে!