বাংলা হান্ট ডেস্কঃ লোকাল ট্রেনে (Local Train) ধাক্কাধাক্কি, ঝামেলা, চুলোচুলি বা হাতাহাতি, এ তো নিত্যদিনের ঘটনা। এসবের সাথে বেশ অভ্যস্তও হয়ে ওঠেন যাত্রীরা। আবার অনেকসময় পাশের অচেনা যাত্রীর কাঁধে মাথা রেখে খানিক ঘুমিয়েও পড়েন অনেকে। আমাদের মধ্যেও অনেকের সেই অভিজ্ঞতা আছে বইকি। অনেক সময় এমন কাণ্ড করলে বেজায় চটেন পাশের যাত্রী। দু চারটে কথাও শুনিয়ে দেন। তবে নিউইয়র্কের (Network) এক লোকাল ট্রেনে ঘটল অন্য ঘটনা।
সে দেশের এক এক লোকাল ট্রেনে সহযাত্রীর কাঁধে মাথা রেখে ঘুমের মূল্য হিসেবে পাওনা হল ঘুষি। আর সেই ঘটনার ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই থ’ সকলে। ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে এক যুবকের উল্টোদিকে বসা সহযাত্রী বারবার পাশের জনের কাঁধে ঘুমিয়ে পড়ছিলেন। সেই দেখে প্রতিবাদ শুরু করেন এক যুবক।
বারংবার এমন হওয়ায় প্রথমে উত্তেজিত হয়ে ওই যাত্রীকে গালমন্দ করতে শুরু করেন তিনি। আবার ক্ষুব্ধ হয়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি ভালভাবেই জানি তুমি কে, দয়া করে অন্য কোথাও গিয়ে ঘুমোও।’
আরও পড়ুন: সরকারি কর্মীর মৃত্যুতে চাকরি পাওয়া সন্তানের বংশগত অধিকার নয়! ঐতিহাসিক রায় হাইকোর্টের
তবে এরপরই ঘটে বিপত্তি। ভিডিওতে দেখা যায় ওই ক্ষুব্ধ ব্যক্তির পাশের জন ফিসফিস করে তার সহযাত্রীকে কিছু একটা উত্তর দিতেই দামাল। নিজের রাগ সামলাতে না পেরে পাশের জনকেই একের পর এক ঘুষি মারতে শুরু করেন সেই সহযাত্রী। এরপর অন্য সহযাত্রীদের সাথেও নাকি কিছুটা হাতাহাতিও চলে।
New York man elbows another passenger on the subway #subwaycreatures #nyc #frailego pic.twitter.com/N6KX6ltBIz
— Rama (@EyesWitness00) August 24, 2023
আরও পড়ুন: কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! কোথাও লাগামছাড়া বৃষ্টি, কোথাও বাড়বে তেজ
জানা গিয়েছে ঘুষি খেয়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যান ওই পাশের ব্যক্তি। ঘটনার পর জানা যায় ওই দুই ব্যক্তি পরস্পরের পূর্বপরিচিত। একসঙ্গেই ট্রেনে উঠেছিলেন দুজনাই। তবে পরে যে এমনটা হবে তা কারও কল্পনাতেও ছিল না। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলে। লোকাল ট্রেনে এই ধরনের অসভ্যতা করায় ওই ব্যক্তির শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে।