বাংলাহান্ট ডেস্ক: বর্তমান দিনে মোবাইল ছাড়া সকলেই অচল। একটা দিনও কল্পনা করা যায় না মোবাইল ছাড়া। বলা যায় নেটওয়ার্ক ( Network Speed ) এতোটা গ্রাস করে ফেলেছে যে আমাদের হরিহর আত্মা হয়ে উঠেছে। তবে এই যে মোবাইলে বসে এত কিছু করছেন, যখন তখন সিনেমা, সিরিজ, বিনোদন দেখছেন তা তো এমনি এমনি নয়। নেটওয়ার্ক আছে বলেই সব কিছু এত সহজলভ্য। কিন্তু মাঝে মধ্যে নেটওয়ার্ক স্পিডের ( Network Speed ) সমস্যায় ভুগতে হয় সকলকে। হঠাৎ হঠাৎ নেট স্লো, নেটওয়ার্ক উড়ে যাওয়া এই সমস্যায় অতিষ্ট সকলেই।
তবে এই নিয়েও নো টেনসন! এর সুরাহার সমাধানও রয়েছে। মাত্র কয়েকটি সেটিংস ব্যস একেবারে ঘোড়ার গতিতে ছুটবে নেটওয়ার্ক। যখন তখন নেটওয়ার্কের গতি স্লো, নেটওয়ার্ক উড়ে যাওয়া এগুলি কমন সমস্যা। দেখা যায়, অত্যন্ত দামি দামি নেটওয়ার্কের প্যাকেজ নিয়েও কোনো লাভ হয় না। বরং উল্টে টাকারই ক্ষতি। তবে এই সমস্যার সমাধান থেকে রয়েছে বিশেষ কিছু সহজ ট্রিকস।
নেটওয়ার্ক স্পিড ( Network Speed) বাড়ানোর সহজ কৌশল:
১) ফ্লাইট মোড অন:
যদি নেটওয়ার্ক সমস্যায় ( Network Speed ) ভোগেন তাহলে অবশ্যই এই কাজটি করুন। প্রথমে ফ্লাইট মোড অন করে কিছুক্ষণ রেখে দিন। এরপর ফ্লাইট মোড অফ করে দেবেন। দেখবেন এতে নেটওয়ার্কের গতি ( Network Speed) অনেকটা ভালো হয়ে যায়
২) Data Usages চেক করুন:
আমাদের ফোনে এমন অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলি কাজে লাগেনা। তবে সেগুলিতে দেখা যায় বেশি বেশি নেট কাটছে। তাই চেষ্টা করুন সেই সমস্ত অ্যাপগুলি ফোনে না রাখার কিংবা Data Usages অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে দেওয়ার। এতে করে নেট কাটে কম সেই সাথে নেটওয়ার্কের গতিও ( Network Speed ) অনেকটা বেড়ে যায়।
৩) নেটওয়ার্ক রিসেট:
যদি সঠিকভাবে নেট পরিষেবা না পাওয়া যায়, তাহলে এই কাজটি অবশ্যই করুন। নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন। এতে করে আপনার নেটওয়ার্ক গতি ( Network Speed ) অত্যন্ত ফাস্ট হবে।
৪) Auto Update ক্যান্সেল:
অনেকের ফোনে সিস্টেম আছে অ্যাপগুলি অটো আপডেট হয়ে যায়। এর ফলে অজান্তেই আপনার অ্যাপ আপডেট হয়ে যায়। এরফলে আপনার ইন্টারনেটের গতি কমে যায়। তাই চেষ্টা করুন, ফোনে অটো আপডেট বন্ধ করে দেওয়ার।
৫) সেটিং ব্যান্ড:
অনেক সময় দেখা যায়, মোবাইল নেটওয়ার্কে সেটিং ব্যান্ড ঠিক থাকে না। এর ফলেই হয় সমস্যা। তাই সবার আগে নিজের নেটওয়ার্ক সিস্টেমকে সঠিক রাখার চেষ্টা করুন। প্রথমত দেখতে হবে আপনার মোবাইলটি কোন সিস্টেমে কাজ করে 3G, 4G নাকি 5G। তার উপর নির্ভর করে সিলেক্ট করুন। দেখবেন সেই ভাবেই আপনি নেট পরিষেবা পাবেন।
৬) ফোনের মেমোরি হালকা রাখা:
যতটা পারবেন ফোনের মেমোরি হালকা রাখুন। ফোনে যত স্পেস থাকবে তত ভালো থাকবে, পাশাপাশি নেটওয়ার্কও ভালো স্পিডে ( Network Speed ) চলবে।
৭) এছাড়াও দেখতে হবে আপনি যেখানে আছেন সেখানে স্পিড ভালো আছে কিনা। যদি দেখেন এখানে নেটওয়ার্ক স্পিড দুর্বল, তাহলে ওই জায়গাটি এড়িয়ে চলুন। অনেক সময় বদ্ধ জায়গায় থাকলে নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায় না। তাই খোলা জায়গায় থাকার চেষ্টা করুন।