এত বিশাল পরিমাণে দর্শকের সামনে আগে কখনো ম্যাচ খেলিনি, ধন্যবাদ কলকাতাবাসী: সুনীল ছেত্রী।

আজ সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ। আর তাই এই ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছে। ম্যাচ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই যুবভারতির সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে এমনই জানা গিয়েছে।

কলকাতা হল ফুটবলের মক্কা, কলকাতাতে মানুষ ক্রিকেটের থেকেও বেশি ভালবাসেন ফুটবলকে। আর তাই টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে প্রবল হারে বিক্রি শুরু হয়ে যায় ম্যাচের টিকিট। এক পর্যায়ে এসে ম্যাচ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই সমস্ত টিকিট শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত টিকিটের হাহাকার লেগে রয়েছে। এমন অবস্থায় এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

85961316cd89f411921d158fcdcccd6aa8675648

এই দিন সাংবাদিক সম্মেলনে সুনীল ছেত্রী ছিলেন মুখ্য আকর্ষণ। ভারত এবং বাংলাদেশ দুই দেশের সাংবাদিকদেরই প্রধান আকর্ষণ ছিল সুনীল ছেত্রীর দিকে। সুনীল ছেত্রীকে নানান প্রশ্ন করার সাথে সাথে এই প্রশ্ন করা হয়েছে যে এত বিরাট পরিমাণে দর্শকের সামনে আগে কি কখন তিনি খেলেছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমি এবং আমার দলের কোন খেলোয়ার এত বিশাল পরিমাণ দর্শকের সামনে আগে কোনদিন কোন ফুটবল ম্যাচ খেলিনি। অর্থাৎ সুনীল ছেত্রীর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে কলকাতার মানুষের ফুটবল প্রেম এবং ফুটবলের প্রতি ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ সুনীল ছেত্রী সহ পুরো ভারতীয় ফুটবল দল। সেই সাথে কলকাতার দর্শকদের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ কোচ ইগর স্টিম্যাচ।


Udayan Biswas

সম্পর্কিত খবর