বাংলাহান্ট ডেস্ক : ফের ভয় ধরাচ্ছে করোনা (Covid 19)। দেশজুড়ে আবারও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে, দেশবাসীর দুশ্চিন্তা বাড়ছে বৈ কমছে না। ২৪ শে ডিসেম্বর থেকে ইংরেজি নববর্ষের পর মোট ১১ দিন পর্যন্ত বিদেশ (Foreign) থেকে ভারতে (India) আসা ১২৪ জনের দেহে ধরা পড়েছে কোভিড। তারই মধ্যে সন্ধান পাওয়া গেছে ১১ টি ওমিক্রনের (Omicron) উপরূপে (Sub varient) আক্রান্ত ব্যক্তির। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, মোট ৯ লক্ষ ৫ হাজার জন আকাশ, স্থল ও জলপথে ২৪ শে ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতে এসেছেন। এদের মধ্যে কোভিড পরীক্ষা করা হয়েছে ১৯২২৭ জনের। তারপর ১২৪ জনের রিপোর্টে ধরা পড়েছে করোনার সংক্রমণ। একই সাথে “হোল জিনোম সিকোয়েন্সিং” করে দেখা গিয়েছে , আক্রান্তদের মধ্যে ১১ জন ওমিক্রনের উপরূপে আক্রান্ত।
স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের কথায়, “৪০ টি নমুনার WSG করা হয়েছে আন্তর্জাতিক যাত্রীদের। এদের মধ্যে ১৪ জনের দেহে পাওয়া গিয়েছে এক্সবিবি.১, এক্সবিবি.২, এক্সবিবি.৩.৪.৫.। বিকিউ.১১ এবং তার উপরূপ বিকিউ১.১২২ এবং বিকিউ১.১.৫:৯ পাওয়া গিয়েছে ৯ জনের দেহে। এছাড়াও ধরা পড়েছে বিএ.৫.২ বিএফ৭.৪.১, সিএইচ.১.১ এবং সিএইচ ১.১.১-এর মতো উপরূপ । স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে আক্রান্ত ব্যক্তিদের রাখা হয়েছে নিভৃতবাসে।
কেন্দ্রীয় সরকার কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে ২৪ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক উড়ানে ভারতে আসা ২ শতাংশ যাত্রীদের মধ্যে। পাশাপাশি, ১ জানুয়ারি থেকে কোভিড নেগেটিভ রিপোর্ট প্রয়োজন চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইল্যান্ডের যাত্রীদের। স্বাস্থ্য মন্ত্রক কড়া নির্দেশ দিয়ে জানিয়েছে, যাত্রীদের ভারতে আসার ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করতে হবে। এরপর “সুবিধা” পোর্টালে প্রত্যেক যাত্রীকে করোনার নেগেটিভ রিপোর্ট আপলোড করতে হবে।