ফ্যাসাদে পড়েছে Reliance Jio! বাধ্য হয়েই মার্কেটে আনল নয়া ৩ প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন?

বাংলাহান্ট ডেস্ক : গত ৩ জুলাই থেকে রিচার্জের দাম বাড়িয়েছে জিও (Reliance Jio), এয়ারটেল, ভি। এই অবস্থায় অনেকেই নিজেদের নম্বর পোর্ট করিয়ে চলে যেতে চাইছেন সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলে। বিগত এক মাসে বহু মোবাইল গ্রাহক জিও ও এয়ারটেল থেকে পোর্ট করিয়ে শিফট করেছেন বিএসএনএলে।

আরোও পড়ুন : হায় হায়! দার্জিলিং গেলেই বাড়বে খরচ! কপাল পুড়ল পাহাড়প্রেমীদের! কত এক্সট্রা গুণতে হবে জানেন?

তবে জিওর (Reliance Jio) মাশুল বৃদ্ধির ফলে প্রভাবিত হয়েছেন দেশের অধিকাংশ টেলিকম গ্রাহক। এই অবস্থায় গ্রাহকদের কথা চিন্তা করে জিও (Reliance Jio) নতুন তিনটি সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এল। অন্যান্য সুবিধার পাশাপাশি এই প্ল্যানগুলোতে থাকছে Disney+ Hotstar এবং JioSaavn সাবস্ক্রিপশন।

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাব জিওর (Reliance Jio) এই নতুন তিনটি প্ল্যান সম্পর্কে।

• ১০৪৯ টাকার একটি প্ল্যান জিও (Reliance Jio) নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এতে থাকছে ২ জিবি হাইস্পিড ইন্টারনেট, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এই রিচার্জের বৈধতা থাকবে ৮৪ দিন। অতিরিক্ত সুবিধা হিসাবে গ্রাহকরা পেয়ে যাবেন Zee5-SonyLiv কম্বোর সাবস্ক্রিপশন।

আরোও পড়ুন : স্যালারি ২২,৭০০ টাকা!শুধু HS পাশেই হবে বাজিমাত! বাংলাতেই পাবেন শতাধিক চাকরির সুযোগ, কিভাবে?

• জিও (Reliance Jio) ৮৪ দিন বৈধতার আরো একটি প্ল্যান বাজারের নিয়ে এসেছে যার মূল্য ৯৪৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাবেন। অতিরিক্ত সুবিধা হিসাবে থাকছে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন।

Jio came with a big surprise in the new year

• জিওর (Reliance Jio) অন্য একটি প্ল্যানের মূল্য হল ৩২৯ টাকা। এই প্ল্যানটির বৈধতা হবে ২৮ দিন। প্রতিদিন ১.৫ GB ডেটা, আনলিমিটেড কলিং  ও ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা থাকছে এই প্ল্যানে। এই রিচার্জের সাথে গ্রাহকরা পেয়ে যাবেন JioSaavn Pro এর সাবস্ক্রিপশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর