QR কোডের মাধ্যমে সহজেই হবে কাজ! লঞ্চ হল New Aadhaar App, মিলবে একগুচ্ছ সুবিধা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার একটি নতুন আধার অ্যাপ (New Aadhaar App) চালু করেছে। যেখানে ব্যবহারকারীদের আধার সম্পর্কিত তথ্য যাচাই করার জন্য এবার কোনও ফিজিক্যাল কার্ড বা ফটোকপির প্রয়োজন হবে না। জানিয়ে রাখি যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে নতুন আধার অ্যাপ এখন ভেরিফিকেশন প্রক্রিয়াটিকে সহজ, দ্রুত এবং নিরাপদ করে তুলবে।

লঞ্চ হল নতুন আধার অ্যাপ (New Aadhaar App):

চালু হল নতুন আধার অ্যাপ: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, “নতুন আধার অ্যাপ এখন মোবাইল অ্যাপের (New Aadhaar App) মাধ্যমে ফেস আইডি ভেরিফিকেশনের সুযোগ দেবে। এর জন্য কোনও ফিজিক্যাল কার্ড বা ফটোকপির প্রয়োজন হবে না।” তিনি আরও বলেন যে, এই অ্যাপটি ব্যবহারকারীদের তাঁদের সম্মতিতে নিরাপদ ডিজিটাল মাধ্যমে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য ভাগ করে নেওয়ার বিকল্প দেবে।

তিনি বলেন, “এখন কেবল একটি ট্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা কেবলমাত্র প্রয়োজনীয় তথ্য ভাগ করে নিতে পারবেন। এর ফলে তাঁরা তাঁদের ব্যক্তিগত তথ্যের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন।” কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব “X-“এ শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে অ্যাপটি চালু করেছেন।

আরও পড়ুন: মিলল স্বস্তি! আরও কমবে বাড়ি-গাড়ির EMI! ফের রেপো রেট কমানোর ঘোষণা RBI-এর

জানিয়ে রাখি যে এই অ্যাপটি (New Aadhaar App) বর্তমানে বিটা টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। যার লক্ষ্য হল আধার ভেরিফিকেশনকে সহজ করা এবং অপব্যবহার থেকে রক্ষা করার পাশাপাশি ব্যবহারকারীদের গোপনীয়তা বৃদ্ধি করা। এই অ্যাপ আসার পর, হোটেল, দোকান বা বিমানবন্দরের মতো জায়গায় আধারের ফটোকপি দেওয়ার প্রয়োজন হবে না। অশ্বিনী বৈষ্ণব বলেন, “এখন থেকে হোটেলের রিসেপশনে, দোকানে বা ভ্রমণের সময় আধারের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।”

আরও পড়ুন: iPhone ব্যবহারকারীরা হয়ে যান সাবধান! এই কাজটি না করলেই পড়বেন বিপদে, সতর্ক করল সরকার

গুরুত্বপূর্ণ বিশেষত্ব:
১. আধার ভেরিফিকেশন UPI পেমেন্টের মতোই QR কোড স্ক্যান করার মতোই সহজ হয়ে যাবে।
২. আধারের ফটোকপি বা স্ক্যানের প্রয়োজন হবে না।
৩. উন্নত নিরাপত্তার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস আইডি অথেন্টিকেশন প্রদান।
৪. হোটেল, দোকান বা ভ্রমণের সময় আধারের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।
৫. এটি ১০০ শতাংশ ডিজিটাল এবং ব্যবহারকারীদের পরিচয় সুরক্ষিত রাখবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X