দর্শক ফেরাতে চ্যানেলের “ট্রাম্প কার্ড”, জলসার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ালের (Serial) প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই থাকে তুঙ্গে। মেগা সিরিয়ালের ধরণ ধারণ বদলালেও দর্শকদের ভালোবাসা, উন্মাদনায় বিশেষ ভাঁটা পড়েনি। এখন বাংলা টেলিভিশনে একাধিক চ্যানেল রয়েছে। আর সেখানে একগুচ্ছ ধারাবাহিক (Serial)। সেই সমস্ত সিরিয়ালে প্রতিনিয়ত ঘটে চলেছে কিছু না কিছু বদল।

 দারুণ টুইস্ট দিচ্ছে স্টার জলসার সিরিয়াল (Serial)

তথাকথিত প্রথম সারির চ্যানেলগুলির মধ্যে স্টার জলসা অন্যতম। এই ধারাবাহিক গুলির (Serial) মধ্যে কিছু কিছু মেগা দর্শকদের মনে গেঁথে গিয়েছে। এই মুহূর্তেও একাধিক সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে স্টার জলসা চ্যানেলে। এর মধ্যে বেশ কিছু ধারাবাহিক জায়গা পায় টিআরপি তালিকার টপ ৫ এ। সেরা দশটি সিরিয়ালের মধ্যেও থাকে জলসার একাধিক নাম।

New actress entered in star jalsha serial

কীভাবে হিট হয় সিরিয়াল: মূলত সিরিয়ালের (Serial) গল্প, কাস্টিং থেকে প্রতিটি চরিত্রের অভিনয়ের উপরে নির্ভর করে জনপ্রিয়তা। নায়ক নায়িকার রসায়ন হিট হওয়া মানে সেই সিরিয়াল (Serial) অনেকদিন টানবে, এমনটা নিশ্চিত করেই বলা যায়। আর টিআরপি টানতে নির্মাতারাও নানান টুইস্ট নিয়ে আসেন সিরিয়ালে। যোগ দেন নিত্য নতুন অভিনেতা অভিনেত্রী।

আরো পড়ুন : সারেগামাপা ফাইনালের লড়াইয়ে মুখোমুখি অতনু-অনীক-আরাত্রিকা, দুই “বিস্ময় বালক”কে টক্কর দিতে পারলেন বাঁকুড়ার মেয়ে?

যোগ দিলেন নতুন অভিনেত্রী: এবার স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘দুই শালিক’এও এন্ট্রি নিলেন আরেক নামী নায়িকা। জলসার একাধিক ধারাবাহিকের অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত যোগ দিলেন এই সিরিয়ালে (Serial)। তবে তিনি পাকাপাকি ভাবে দুই শালিকের অংশ হননি। আসলে একটি নাচের দৃশ্যেই দেখা মিলেছে দীপান্বিতার। শুধুমাত্র একটি বিশেষ পর্বেই অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন : TRP তালিকায় বিরাট ধাক্কা, একসঙ্গে বন্ধের মুখে দুই চ্যানেলের তিনটি মেগা!

স্টার জলসা নয়, বরং জি বাংলায় দীপান্বিতার যোগ দেওয়ার গুঞ্জন তীব্র। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, জুটি বেঁধে নতুন সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন অয়ন ঘোষ এবং দীপান্বিতা রক্ষিত। এই নতুন সিরিয়াল আনতে চলেছে টেন্ট সিনেমা। আর তাদের সিগনেচার স্টাইল মেনে এই নতুন ধারাবাহিকেও থাকছে খেলাধুলোর থিম। যেমনটা জানা যাচ্ছে, সিরিয়ালের নায়িকা হকি খেলোয়াড়। ডানপিটে স্বভাবের মেয়ে অন্যায় দেখলেই রুখে দাঁড়ায়। হকি স্টিকই তাঁর হাতিয়ার। খুব তাড়াতাড়িই এই সিরিয়ালের প্রোমো সামনে আসবে বলে খবর। সেখানেই নাম এবং অন্যান্য তথ্য জানা যাবে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর