বাংলাহান্ট ডেস্ক : দৈনন্দিন বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম টেলিভিশন সিরিয়াল (Serial)। আর দর্শকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরণের গল্প নিয়ে একগুচ্ছ ধারাবাহিক তো উপলব্ধ রয়েছেই প্রতিটি চ্যানেলে। উপরন্তু বর্তমানে দর্শক টানতে এবং টিআরপি বাড়াতে গতানুগতিক গল্পের বাইরে গিয়ে একটু ভিন্ন চিন্তাভাবনা করছেন নির্মাতারা। সিরিয়ালে (Serial) আসছে ‘হটকে’ কাহিনি।
টিআরপি আনতে নায়িকার এন্ট্রি সিরিয়ালে (Serial)
মেগা সিরিয়ালের (Serial) কনসেপ্ট এখন অনেক বদলে গিয়েছে। বছর বছর চলার বদলে এখন কয়েক মাসেই বন্ধ হচ্ছে ধারাবাহিক (Serial)। তার মধ্যেও রয়েছে টিআরপি বাড়ানোর লড়াই। আর এতশত সিরিয়ালের মাঝে নজর কাড়তে হলে ভিন্নতা তো দরকার হবেই। সেই সঙ্গে গল্প বদলে হোক কিংবা নতুন মুখ এনে, টুইস্ট আনতে হয় সিরিয়ালে।
কোন ধারাবাহিকে এল টুইস্ট: সিরিয়ালে (Serial) নতুন চরিত্রের আগমন বা কোনো চরিত্রের মুখ বদল নতুন বিষয় নয়। হরদম ঘটে চলেছে এমন ঘটনা। স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকেও (Serial) সম্প্রতি পা রাখলেন এক নতুন নায়িকা। ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে নায়ক আদৃতের ছোট ভাই ঋদ্ধির হবু স্ত্রী ডোনার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মধুপ্রিয়া চৌধুরীকে।
আরো পড়ুন : বিয়ে-রিসেপশনের পর ভাইরাল ফুলশয্যার ছবি! “স্পেশ্যাল” রাতে শ্বেতাকে কী উপহার দিলেন রুবেল?
টিআরপিতে পিছিয়ে সিরিয়াল: এর আগে ‘তিতলি’ সহ একাধিক সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে মধুপ্রিয়াকে। এবার গৃহপ্রবেশে পা রাখলেন তিনি। প্রথম থেকেই বেশ অন্য ধরণের গল্প বলে আসছে এই সিরিয়ালটি। গল্পের প্রেক্ষাপট নিউ ইয়র্ক। আদৃত শুভলক্ষ্মী রসায়নও বেশ জমে উঠেছে। তবে টিআরপিতে অনেকটাই পিছিয়ে রয়েছে এই সিরিয়াল (Serial)।
আরো পড়ুন : উত্তপ্ত বাংলাদেশে যেকোনও সময় ঘটবে “বিষ্ফোরণ”! মহা সঙ্কটে ইউনূস
রাত সাড়ে আটটার স্লটে ‘কোন গোপনে মন ভেসেছে’র কাছে টিকতে পারছে না গৃহপ্রবেশ। কোন গোপনে প্রথম তিনে উঠে গেলেও স্লট ধরে রাখতে ব্যর্থ হচ্ছে জলসার ধারাবাহিক। তাই বিভিন্ন রকম করে নতুন নতুন মোড় এনে টিআরপি বাড়ানোর চেষ্টায় রয়েছেন নির্মাতারা।