বাংলাহান্ট ডেস্ক : টিআরপি পেতে কে না চায়। দর্শকদের আকর্ষণ করতে, গল্পে নানান মোড় নিয়ে আসেন নির্মাতারা। বর্তমানে জি বাংলার সিরিয়ালগুলি টিআরপির দিক দিয়ে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। কয়েকটি ধারাবাহিক প্রথম পাঁচে উঠে এসেছে বটে, তবে স্টার জলসার সিরিয়ালগুলিই দর্শকদের বেশি দৃষ্টি আকর্ষণ করছে। ইদানিং অবশ্য জি এর ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) আবারো জোরালো কামব্যাক করেছে। চলতি সপ্তাহেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধারাবাহিকটি। এবার টিআরপি বাড়াতে বড় চাল দিল নির্মাতারা।
জগদ্ধাত্রীতে (Jagadhatri) বড় টুইস্ট
বর্তমানে জি বাংলার সবথেকে পুরনো সিরিয়ালগুলির মধ্যে অন্যতম জগদ্ধাত্রী (Jagadhatri)। ৮০০ পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে সিরিয়ালটি। শুরু হয়েছিল ২০২২ এ, ২০২৪ এর শেষ লগ্নে যেন পুনর্জন্ম হল জগদ্ধাত্রীর। বিগত বেশ কিছুদিন ধরেই টানটান উত্তেজনার পর্ব চলছে সিরিয়ালে। গুরুতর অসুস্থ জগদ্ধাত্রী (Jagadhatri) মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু আর কখনোই সে নিজের পায়ে উঠে দাঁড়াতে, হাঁটতে চলতে পারবে না। জ্যাস অধ্যায় কি তবে শেষ?
সিরিয়ালে আসছে নতুন নায়িকা: এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে তখনি বড় চমক দিলেন নির্মাতারা। জানা গিয়েছে, নতুন অভিনেত্রী পা রাখতে চলেছেন জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালে। বেশ কয়েক বছর এক লাফে এগিয়ে যাচ্ছে সিরিয়ালের গল্প। দেখা যাবে, জগদ্ধাত্রীর (Jagadhatri) মেয়ে দূর্গা বড় হয়ে তার ঢাল হয়ে উঠছে। তবে কি বদলে যাবে নায়িকার মুখ?
আরো পড়ুন : নতুন বছর উদযাপন “হারাম”, মুসলিমদের জন্য ফতোয়া জারি করে কী জানাল সর্বভারতীয় ইসলাম সমাজ?
ফের বাড়বে টিআরপি: না, যেমনটা জানা যাচ্ছে, নায়িকা জগদ্ধাত্রীর (Jagadhatri) চরিত্রে থাকছেন অঙ্কিতা মল্লিকই। তাঁর মেয়ে দূর্গার বড়বেলার চরিত্রে দেখা যেতে পারে ‘ভানুমতীর খেল’ খ্যাত অভিনেত্রী শ্রেয়সী রায়কে। গুঞ্জন শোনা গেলেও এখনো পর্যন্ত প্রোমো শুট হয়নি বলেই খবর। তবে দর্শকদের মতে, এই নতুন টুইস্টের ফলে টিআরপি আরো বাড়বে।
আরো পড়ুন : তাঁর আর্জিতেই এত বড় সিদ্ধান্ত! ছবি মুক্তির আগে এল মুখ্যমন্ত্রীর “উপহার”, কী কাণ্ড ঘটালেন রুক্মিণী?
প্রসঙ্গত, দু বছর পরেও জি বাংলা চ্যানেলের সবথেকে জনপ্রিয় সিরিয়ালের তালিকায় রয়েছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে এই সিরিয়ালের টিআরপি ছিল ৭.৮। মাঝে খানিক নড়বড় হয়ে গেলেও অঙ্কিতা সৌম্যদীপের জুটি যে এখনো দর্শকদের প্রিয় হয়ে রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। এখনো দর্শকদের প্রিয় হয়ে রয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে।