নো টেনশন! এবার ট্র্যাকে দরকারি জিনিস পড়লে হাতে পাবেন সহজেই, নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার বাসিন্দাদের জন্য কলকাতা মেট্রো (Kolkata Metro) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহন মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রো করে যাতায়াত করেন। কিন্তু মেট্রোতে ওঠার সময় অনেক সময় বিপদ হয়। অনেক যাত্রীর গুরুত্বপূর্ণ জিনিস পড়ে যায় মেট্রোর ট্র্যাকে। ফোন, টাকা-পয়সা থেকে শুরু করে মূল্যবান গয়না, অনেক সময় মেট্রো ট্র্যাকে পড়ে যায়।

ট্রাকে জিনিস পড়ে গেলে যাত্রীদের কিছু করার থাকে না। সেই জিনিসের মায়া ত্যাগ করতে হয় তৎক্ষণাত। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে। মেট্রো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন পরিষেবা চালু করছে। কলকাতা মেট্রো কলকাতা ছেড়ে শহরতলীতে গিয়ে পৌঁছেছে।

খুব শীঘ্রই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি যুক্ত হয়ে যাবে কলকাতা মেট্রোর সাথে। যদি আপনার এবার কলকাতা মেট্রোর ট্র্যাকে কোনও মূল্যবান জিনিস পড়ে যায় তাহলে আর চিন্তা করবেন না। এবার খুব সহজেই জিনিসপত্র পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে। কলকাতা মেট্রো যাত্রীদের সুবিধার জন্য এগিয়ে এসেছে।

 

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সম্প্রতি জানিয়েছেন, “যদি যাত্রীদের কোনও মূল্যবান জিনিস ট্র্যাকে পড়ে যায় তাহলে যাত্রীরা সেই কথা জানাতে পারেন সংশ্লিষ্ট স্টেশনের অন ডিউটি স্টেশন ম্যানেজারকে। সম্ভব হলে অনলাইন ব্লক করে যাত্রীর সেই জিনিস ট্র্যাক থেকে তোলার চেষ্টা করা হবে। যাত্রীদের সাহায্য করার জন্য কলকাতা মেট্রো সর্বদা প্রস্তুত।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X