দ্বায়িত্ব নিলেন ভারতের নতুন বায়ুসেনা প্রধান, ওড়াতে পারেন রাফাল সমেত ২৮টি লড়াকু বিমান

বাংলা হান্ট ডেস্কঃ বিএস ধানোয়া এর অবসরের পর আজ আরকেএস ভদৌরিয়া ভারতীয় (Rakesh Kumar Singh Bhadauria) বায়ুসেনার নতুন প্রধান হিসেবে দ্বায়িত্ব নিলেন। অবসর নেওয়ার আগে বিএস ধানোয়া দিল্লীতে রাষ্ট্রীয় যুদ্ধ স্মারকে যান। সেখানে তিনি শহীদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানান। বিএস ধানোয়া ৩১ ডিসেম্বর ২০১৬ সালে প্রাক্তন এয়ার চীফ মার্শাল অরুপ রাহা-এর অবসর নেওয়ার পর বায়ুসেনার দ্বায়িত্ব নিয়েছিলেন।

3 2

ঝাড়খণ্ড (প্রাক্তন বিহার) এ বিএস ধানোয়া জন্মগ্রহণ করেছিলেন। ওনার পৈত্রিক গ্রাম পাঞ্জাবে অবস্থিত। ধানোয়ার পিতা আইএএস অফিসার ছিলেন। উনি ১৯৮০ এর দশকে পাঞ্জাব আর বিহারে মুখ্য সচিব রুপে সেবা করেছেন। এরপর তিনি পাঞ্জাব গভর্নরের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। ধানোয়া ভারতীয় রাষ্ট্রীয় সৈন্য মহাবিদ্যালয় দেরাদুন আর রাষ্ট্রীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি পুনে থেকে পড়াশুনা করেন। উনি ১৯৯২ সালে ওয়েলিংটনে প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজে পড়াশুনা করেন।

আরেকদিকে, ভারতের নব নিযুক্ত এয়ার চীফ মার্শাল আরকেএস ভদৌরিয়া ৩৬ টি রাফাল বিমান চুক্তির জন্য গঠিত নেগোশিয়েশন দলের অংশ ছিলেন। রাকেশ কুমার সিং ভদৌরিয়া বায়ুসেনার সবথেকে দক্ষ পাইলটদের মধ্যে একজন। উনি এখনো পর্যন্ত রাফাল সমেত ২৮ এর থেকেও বেশি যুদ্ধ আর পরিবহণ বিমান উড়িয়েছেন।

এয়ার মার্শাল আরকেএস ভদৌরিয়া (RKS Bhadauria) পরীক্ষামূলক পাইলট হওয়ার সাথে সাথে ক্যাট ‘এ” ক্যাটাগরির কোয়ালিফায়েড ইনসট্রাক্টর এবং পাইলট অ্যাটাক ইনসট্রাক্টর। ওনার দক্ষ পরিচালন ক্ষমতার জন্য ওনাকে ২০০২ সালে বায়ুসেনা পদক, ২০১৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক আর ২০১৮ সালে পরম বিশিষ্ট সেবা পদক দিয়ে সন্মানিত করা হয়েছিল।

রাকেশ কুমার সিং ভদৌরিয়া ভারতীয় বায়ুসেনার জ্যাগুয়ার স্কোয়াড্রান আর দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত এক মুখ্য বায়ুসেনা স্টেশনের প্রধান ছিলেন। এয়ার মার্শাল ভাদৌরিয়া বিমান আর সিস্টেম প্রতিষ্ঠানে বিমান টেস্টিং স্কোয়াড্রান এর কম্যান্ডিং অফিসার ছিলেন। এই সংস্থাই ভারতের প্রথম স্বদেশী লড়াকু বিমান এলসিএ তেজস এর প্রাথমিক টেস্টিং এর আয়োজন করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর