এটা কী! দীঘায় দেখা মিলল নতুন প্রাণীর, চরম শোরগোল বিজ্ঞানী মহলে

বাংলাহান্ট ডেস্ক : দীঘা সমুদ্রে দেখা মিলল নতুন প্রজাতীর অমেরুদণ্ডী প্রাণীর। দীঘার সমুদ্রে এই নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পেলেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। ওল্ড দিঘার ঘাট থেকে সমুদ্র নিয়ে গবেষণা চলাকালীন হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের খোঁজ পাওয়া গেছে। জানা গিয়েছে, এই বিশেষ প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জ্ঞাপন করে।

প্রাণীটির নাম দেওয়া হয়েছে মেলানোক্ল্যালমিস দ্রৌপদী। সমুদ্র থেকে পাওয়া নতুন প্রাণীটিকে রাখা হয়েছে ওল্ড দীঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে। এই প্রাণীটি লম্বায় সাত মিলিমিটার। এর বাইরের অংশটি বাদামি অংশের এক প্রকার খোলে ঢাকা। নানা ধরনের সামুদ্রিক প্রাণী খেয়েই বেঁচে থাকে এরা। মেরিন অ্যাকোয়ারিয়াম এমনিতেই দীঘায় আসা পর্যটকদের কাছে ভীষণ আকর্ষনের।

আরোও পড়ুন : গঙ্গার নীচে যাত্রা হবে আরও সহজ, লক্ষ লক্ষ যাত্রীর সুবিধার্থে মেগা প্ল্যান মেট্রোর

এবার সেখানেই দেখা যাবে শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী প্রাণীকে। সংস্থার বিজ্ঞানী রিসার্চ সেন্টারের বিজ্ঞানী প্রসাদ টুডু জানিয়েছেন, “২০২২ সালে প্রথম শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ পাওয়া যায় দিঘা সমুদ্রে। এর পর নানা ধরনের পরীক্ষা ও ডিএনএ টেস্টের মাধ্যমে নতুন প্রজাতিকে চিহ্নিত করা হয়।”

oplus 131072

গবেষকরা জানান, ওল্ড দীঘা থেকে উদয়পুর পর্যন্ত ২ কিলোমিটারের মধ্যে এই অমেরুদণ্ডি প্রাণীটিকে পাওয়া গিয়েছে। বর্তমানে দীঘা মেরিন অ্যাকোরিয়ামে রয়েছে প্রাণীটি। একথা জানান, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, আপাতত দীঘা  থাকবে প্রাণীগুলি। দীঘায় বেড়াতে গিয়ে ওল্ড দীঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে দেখতে পাওয়া যাবে এই প্রাণীকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর