দারুণ খবর! পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্য নয়া ঘোষণা রাজ্য সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তার পরেই রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশন লাভ হতে চলেছে আর এ ক্ষেত্রে এক ধাক্কায় কর্মীদের বেতন অনেকটাই বাড়বেই। তাতেই আশার আলো দেখছেন সরকারি কর্মচারীরা তবে, এ ক্ষেত্রে কিন্তু অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্যেও দারুণ সুখবর রয়েছে বলে জানাল রাজ্য সরকার। কয়েকমাস আগে থেকেই ষষ্ঠ বেতন কমিশন সুপারিশের আর্থিক সুবিধা পাওয়া নিয়ে পেনশনভোগী রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা তৈরি হয়েছিল।

আদৌ তাঁদের পেনশনের হার ঠিক কোন পর্যায়ে যাবে? এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। তবে এবার পেনশনভোগী কর্মচারীদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার।তাই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। আর এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা কেটে গিয়েছে।

জানা গিয়েছে আবারও নতুন করে রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য প্রফর্মা ফর্ম আনা হচ্ছে। যেহেতু 2016 সালের হিসেবে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে অর্থাত্ আগামী নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তা লাভ হবে আর সেই হিসেবে জানুয়ারি মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আর ঠিক তখন থেকেই কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি অনুসারীরা নতুন হারে পেনশন পেতে পারবেন। একই সঙ্গে  কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমানও কিন্তু বাড়িয়ে বারো লক্ষ টাকা অবধি করা হয়েছে। পাশাপাশি আরও একটি বড়সড় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা হলো অবসরপ্রাপ্ত কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী কিন্তু গ্র্যাচুইটি বাবদ অনেকটাই বেশি পরিমাণে টাকা পাবেন।

X