পুজোয় দার্জিলিং সফরের আগেই বড়সড় চমক! চালু হচ্ছে সরকারি অ্যাপ, দুর্দান্ত ব্যবস্থা জিটিএ’র

   

বাংলাহান্ট ডেস্ক : পুজোর কটা দিন অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েন অজানা পথের উদ্দেশ্যে। এই সময়টাতে অনেক পর্যটকের ডেস্টিনেশন হয় শৈল শহর দার্জিলিং। শরতের মনোরম আবহাওয়াকে সঙ্গী করে কয়েকটা দিন পাহাড়ে ঘুরতে বেশ ভালই লাগে। তবে যে কোনও জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দরকার হয় সাবধানতা অবলম্বনের।

পর্যটন কেন্দ্রগুলিতে জাল বিছিয়ে থাকে প্রতারকেরা। প্রতারকদের হাত থেকে পর্যটকদের বাঁচাতে এবার নতুন উদ্যোগ নিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। জিটিএ এবার নিয়ে আসতে চলেছে নয়া অ্যাপ। দার্জিলিং যাওয়ার আগেই মোবাইলে ডাউনলোড করে নিন এই অ্যাপ। বিভিন্ন ধরনের তথ্য পাবেন এই অ্যাপ থেকে। 

আরোও পড়ুন : চলতে চলতে হঠাৎই দমদমে ট্র্যাক থেকে ছিটকে গেল লোকাল! প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি যাত্রীদের

অহেতুক বিভিন্ন জায়গায় সার্চ করতে হবে না আপনাকে। ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনেক সময় ভুল হয়। তাই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। সরকারি এই অ্যাপ সম্পূর্ণভাবে আপনাকে নির্ভুল তথ্য প্রদান করবে। জানা গেছে, জিটিএ পুজোর আগেই এই অ্যাপ লঞ্চ করবে। সূত্রের খবর, এই অ্যাপে দার্জিলিং ভ্রমণের যাবতীয় তথ্য থাকতে চলেছে। 

আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ১০ শতাংশ সুদ! বিনিয়োগ করলেই হবেন মালামাল

হোটেল-হোস্টেলগুলির বিস্তারিত তথ্য, কোন রেস্তোরাঁয় কী খাবার পাওয়া যায়, বিপদের সময় পুলিশকে ডাকতে হলে কোন নম্বরে ফোন করবেন, ট্রাভেল এজেন্টদের বিস্তারিত তথ্য থাকবে এই অ্যাপে। সূত্রের খবর, খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে দুটি অ্যাপ। পর্যটক হিসেবে একটি অ্যাপে আপনি রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। 

darjeeling1 1690115044

সেক্ষেত্রে জিটিএ- এর কাছে আপনার তথ্য থাকবে। অনেক সময় পর্যটকদের তথ্য থাকে না সরকারি খাতায়। তাই এই উদ্যোগ জিটিএ এর সাথে পর্যটকদের সমন্বয়ে গড়ে তুলতে সাহায্য করবে। অন্য আরেকটি অ্যাপে থাকবে হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্টদের তথ্য। এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের বিশেষত্ব সম্পর্কেও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর