বাংলা হান্ট ডেস্কঃ সারা বিশ্বে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট হওয়ার জন্য অনেক স্টেডিয়াম রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন স্টেডিয়াম রয়েছে। তবে এই সমস্ত স্টেডিয়াম গুলির মধ্যে মন জয় করা পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ভারতের ধর্মশালা, ওয়েস্ট ইন্ডিজের আন্টিগা, নিউজিল্যান্ডের মাউন্ট ম্যাঙ্গাইনু, শ্রীলংকার গল, দক্ষিণ আফ্রিকার সেন্ট পিটার্সবার্গ মতো স্টেডিয়াম। এই স্টেডিয়াম গুলিতে খেলা দেখলে খেলা দেখার পাশাপাশি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেও মন ভরে যায় দর্শকদের।
এবার এই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি স্টেডিয়ামের নাম। এই স্টেডিয়ামটি ভারতের পড়শি দেশ পাকিস্থানে অবস্থিত। এখনো পর্যন্ত এই স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ম্যাচ না হলেও এই স্টেডিয়ামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন মজেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিরও।
🖼️ Show us a more picturesque sports venue than the Gwadar cricket stadium in Balochistan.
We'll wait…
📸 @falamb3 pic.twitter.com/lz6nUGr9HH
— ICC (@ICC) January 31, 2021
পাকিস্তানের এই গাদর স্টেডিয়াম রুক্ষ পাহাড়ের মাঝে সবুজ ঘেরা যেন এক টুকরো স্বর্গদান। স্টেডিয়ামের একদিক বেয়ে চলে গিয়েছে অদূর পিচ রাস্তা অপরদিকে রয়েছে খাড়া পাহাড়। দেখে মনে হচ্ছে যেন এক টুকরো সবুজ ভূমি। এই স্টেডিয়ামের ফটো প্রথম পোস্ট করেছিলেন পাকিস্তানের বাসিন্দা ফোকর আলম, তিনি পেশায় একজন পাইলট। করাচি থেকে বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ে এই স্টেডিয়ামটি। তার পরই তিনি স্টেডিয়ামের ফটো তুলে টুইটারে পোস্ট করেছিলেন। টুইটারে সেই ছবি গুলি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই স্টেডিয়ামের ছবি দেখে আপ্লুত হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও। যদিও এখনও পুরোপুরি ভাবে তৈরি হয়নি স্টেডিয়াম, এখনও স্টেডিয়াম তৈরির কাজ চলছে। তবে গাদরের বাসিন্দারা চাইছেন এই স্টেডিয়ামে দ্রুত ক্রিকেট শুরু হোক।