আটকে যেতে পারে টাকা, ৩০ এপ্রিলের মধ্যেই এই জরুরি কাজ সারার নির্দেশ কেন্দ্রের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শিল্পক্ষেত্রে যতই উন্নয়নের পথে এগিয়ে যাক না কেন, দেশের মেরুদণ্ড এখনো মজবুত করে রেখেছে কৃষি ব্যবস্থা। ভারত কৃষিপ্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষ এখনো জড়িয়ে রয়েছেন কৃষিকাজের (PM Kisan Yojana) সঙ্গে। তবে আগের থেকে কৃষি ক্ষেত্রে লক্ষণীয় ভাবে উন্নতি হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তির সাহায্যে ফলন বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে। তেমনি আবার কৃষকদের সুবিধার জন্যও বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

কৃষকদের (PM Kisan Yojana) জন্য একগুচ্ছ প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার

কৃষকদের সার্বিক উন্নতির জন্য যে সমস্ত প্রকল্প আনা হয়েছে তাদের মধ্যে থেকে বেশ কিছু প্রকল্পে প্রচুর উন্নতি সাধন হয়েছে দেশের। এর মধ্য কেন্দ্রের তরফে আনা কিষাণ সম্মাননিধি যোজনায় (PM Kisan Yojana) উপকৃত হয়েছেন বহু মানুষ। কেন্দ্রের এই প্রকল্প মূলত কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলে। কিষাণ সম্মাননিধির (PM Kisan Yojana) আওতায় আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষকরা।

New big update for pm kisan yojana

কিস্তিতে টাকা পান কৃষকরা: কিষাণ সম্মাননিধি যোজনার (PM Kisan Yojana) অধীনে বার্ষিক ভিত্তিতে ৬ হাজার করে টাকা জমা পড়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মোট তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে এই টাকা। তিনটি ধাপে ৬ হাজার করে পান কৃষকরা। উল্লেখ্য, কিষাণ সম্মাননিধির আওতায় এখনো পর্যন্ত মোট ১৯ টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা।

আরো পড়ুন : সুপ্রিম রায়ের পরেই কেন্দ্রের নজরে ১০ হাজার প্রাইমারি শিক্ষক, চাকরি ধরে রাখতে জারি নতুন ‘ফতোয়া’

নতুন নির্দেশ কৃষি মন্ত্রকের: এবার ২০ তম কিস্তির টাকা আসার অপেক্ষায় রয়েছেন দেশের বহু কৃষক (PM Kisan Yojana)। যেমনটা জানা যাচ্ছে, জুন মাসে সম্ভবত এই ২০ তম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু তার আগে কৃষি মন্ত্রকের তরফে কৃষকদের জন্য এসেছে বড় নির্দেশ। আগে একটি কাজ না করে রাখলে আটকে যেতে পারে টাকা।

আরো পড়ুন : দীর্ঘ আইনি লড়াই শেষে মিলল ডিভোর্স, শ্রাবন্তীর থেকে ‘মুক্তি’ পেয়েই নতুন সুখবর দিলেন রোশন!

কৃষি মন্ত্রকের তরফে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে, ফার্মার আইডি কার্ড বানিয়ে রাখার জন্য। আধার কার্ডের মতোই দেখতে হয় এই ফার্মার আইডি কার্ড। নিকটবর্তী কৃষি দফতর কিংবা রাজস্ব দফতর বা পাবলিক সার্ভিস সেন্টার থেকে এই কার্ড বানাতে পারবেন কৃষকরা। ৩০ শে এপ্রিলের মধ্যে এই ফার্মার আইডি কার্ড না বানালে ২০ তম কিস্তির টাকা আটকে যেতে পারে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X