ভারতের প্রথম ইলেকট্রিক মোটরবাইকের এবার দেখা মিলবে রাস্তায়

বাংলা হান্ট ডেস্ক : ভারতের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। সবচেয়ে আকর্ষণীয় ফিচার একবার চার্জ দিলে চলবে ১৫৬.৫ কিমি পথ।দ্রুত গতির এক অন্যতম যানবাহন এই মোটরবাইক। Revolt RV 400 এবার রাস্তায় নামবে।জানা যাচ্ছে এই মোটরবাইকের ২৫ জুন থেকে বুকিং শুরু হয়েছিল Revolt RV 400-এর।

Screenshot 20190809 032517 Samsung Notes
মাত্র হাজার টাকার বিনিময়ে অ্যামাজন থেকে এই বাইক প্রি বুকিং করা যাচ্ছে।এই মোটরবাইকের চাহিদা এখন তুঙ্গে, অনেক মানুষই মুখিয়ে আছে ব্যবহার করতে।Revolt RV 400 আসছে এবার খুব তাড়াতাড়ি, দেখা মিলছে খুব শিগগির।Revolt RV 400 এন্ট্রি লিভেল ইলেকট্রিক মোটরসাইকেল। ইতিমধ্যে আড়াই হাজার মোটর সাইকেল প্রি বুকিং হয়েছে। Revolt RV 400-এর জন্য আলাদা মোবাইল অ্যাপ থাকছে। থাকবে বাড়িতে ব্যাটারি ডেলিভারির সুবিধা। এই Revolt RV 400র সর্বোচ্চ ৮৫ কিমি প্রতি ঘন্টায়। জানা যাচ্ছে মানেসারের কারখানায় বাইক প্রসেসিং শুরু হয়ে গেছে। জানা গিয়েছে, ২৮ আগস্ট এই বাইকের দাম ঘোষণা করবে সংস্থাটি।

   

সম্পর্কিত খবর