বাংলা হান্ট ডেস্ক: আচ্ছা যদি জিজ্ঞেস করা হয় বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এই নিয়ে বিতর্ক বহুকাল ধরে। তবে অভিভাবকদের মতে, বিজ্ঞান বাচ্চাদের জীবনে অভিশাপ। কারণ এই বিজ্ঞানের হাত ধরে এসেছে সমাজ মাধ্যম (Social Media)। খুদে খুদে বাচ্চাদের মস্তিষ্ক এই সমাজ মাধ্যমই গিলে খাচ্ছে। তাই এবার কিশোর-কিশোরীদের সমাজ মাধ্যম ব্যবহারে রাশ টানতে সরকার আনলো নতুন আইন। এখন থেকে ১৬ বছরের নিচে কোনো কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তবে ভারত নয় এই নতুন আইন আনল অস্ট্রেলিয়া।
সমাজ মাধ্যম (Social Media) ব্যবহারে নতুন আইন অস্ট্রেলিয়ার:
১৬ বছরের নিচে বয়সীদের সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারে নিষেধাজ্ঞা করার ভাবনা চিন্তা আগেই নিয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। চলতি সপ্তাহে বুধবার সেদেশের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হল ঐতিহাসিক সেই বিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজের (Anthony Albanese) সরকারের নেতৃত্বেই পাশ হয়েছে এই নতুন বিল। বিশিষ্ট গণমাধ্যম সূত্রে এমনটাই জানা যায়।
বিল নিয়ে গুগল ও মেটার বিরোধিতা: এছাড়াও, এদিন বিল পেশ করার পর সরকারের পক্ষে ভোট পড়েছে ১০২ টি আর বিপক্ষে পড়েছে ১৩টি। অর্থাৎ বিরাট ব্যবধানেই বিলটির পক্ষে রায় এসেছে। এদিকে গুগল ও মেটার তরফে এই বিল নিয়ে তীব্র বিরোধিতা করা হয়। পাশাপাশি বিল পেশেও বিলম্ব দেখানো হয়েছে। তবে দেরীতে হলেও সোশ্যাল মিডিয়া (Social Media) নিয়ন্ত্রণে বিল পাশ করিয়েছেন অ্যান্টনি সরকার।
এমনকি জানা গিয়েছে এদিন বিল পাশের সময় সরকারি-বেসরকারি দুদলের প্রতিনিধিরাই এর পক্ষে অবস্থান নেন। বৃহস্পতিবারই শেষ হচ্ছে এবারের সংসদীয় বছর। তার আগে বুধবারই সেনেটে বিলটি নিয়ে আলোচনা সেরে নেওয়ার কথা ছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় (Social Media) লগ-ইন করার আগে বয়স যাচাইয়ের পরিকল্পনা করছে সরকার।
ঠিকই কারণে এই নতুন আইন আনা হলো: এমন নতুন আইন আনার পিছনে রয়েছে একাধিক কারণ। অতীতে সমাজ মাধ্যম (Social Media) নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে। কিশোর কিশোরীদের বাবা-মায়েরা অভিযোগ তোলেন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে তাদের সন্তানেরা। এছাড়াও শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার ঝুঁকিপূর্ণ। তাই কিশোর কিশোরীদের নিরাপত্তার কথা ভেবেই অস্ট্রেলিয়া সরকার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন।
আরও পড়ুন: বিরাট নজির গড়ার পথে ISRO! প্রস্তুত ভারতীয় স্পেস স্টেশনের পরিকল্পনা, থাকবেন কতজন মহাকাশচারী?
বিল নিয়ে কি বিতর্ক উঠছে: এদিকে এমন বিল নিয়ে কম বিতর্ক সৃষ্টি হচ্ছে না। সোশাল মিডিয়া (Social Media) নিষিদ্ধ করা হলে কমবয়সিদের কণ্ঠই রোধ করা হবে এমনও দাবি উঠছে। আবার কিশোর-কিশোরীদেরও একাংশের দাবি, এর ফলে তাদের নাকি সামাজিক ও পারিবারিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে। তবে দাবি যায় উঠুক অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তই এখন চূড়ান্ত।
নতুন বিল পাশ হওয়ার ফলে কি কি হবে: এই নতুন আইনের দ্বারা ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট, এক্স হ্যান্ডেল, টিক টক কোন সমাজ মাধ্যমেই সহজে নাবালক নাবালিকারা লগইন করতে পারবে না। এমনকি লগইন করতে গেলেও তথ্য যাচাইকরণ করা হবে। আর সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম তা মেনে চলতে না পারলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।