ব্যাংকে গিয়ে টাকা লেনদেনেও দিতে হবে চার্জ, ব্যাংকের নতুন নিয়মে মাথায় হাত মধ্যবিত্তের

এটিএম থেকে যতবার খুশি টাকা (money) তোলা না গেলেও ব্যাংকের (bank) অফিস থেকে সেই সুবিধা ছিল। কিন্তু গত ১ নভেম্বর থেকে সেই নিয়মে বড়সড় পরিবর্তন এসেছে। একজন কতবার টাকা তুলতে পারবে ও জমা দিতে পারবে, তার সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি বার টাকা তুলতে গেলেই দিতে হবে অতিরিক্ত চার্জ।

banks kn9F

১ নভেম্বর থেকে ব্যাংক অফ বরোদা এই নিয়ম চালু করেছে। বলা বাহুল্য, এই নিয়মে মাথায় হাত পড়েছে ব্যাংকটির সাধারণ মধ্যবিত্ত গ্রাহকের। ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে ব্যাঙ্কে এসে সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ তিন বার টাকা জমা দিতে পারবেন। চতুর্থ বার এই জমার ক্ষেত্রে সেভিংস একাউন্ট গ্রাহকদের দিতে হবে ৪০ টাকা।

images 2020 10 31T194225.168 1

পাশাপাশি লোন একাউন্ট গ্রাহকদের ক্ষেত্রে এই চার্জ অনেকটাই বেশি। সেক্ষেত্রে দিতে হবে ১৫০ টাকার চার্জ। টাকা তোলার ক্ষেত্রেও তিন বারের বেশি টাকা তুলতে গেলে দিতে হবে ১০০ টাকা। যদিও জনধন যোজনা অ্যাকাউন্টকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

তবে কেবলমাত্র ব্যাংক অফ বরোদা এই নিয়ম চালু করেছে। প্রথম সারির অন্যান্য ব্যাংক যেমন এস বি আই, পি এন বি ইত্যাদির ক্ষেত্রে আগের নিয়মেই টাকা লেনদেন করা যাবে।


সম্পর্কিত খবর