আর হবে না ঝামেলা! বেসরকারি বাসে টিকিট বুকিং এবার আরোও সহজ, আসছে নয়া ব্যবস্থা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহন ক্ষেত্রে ট্রেনের পাশাপাশি বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহন মাধ্যম। আমাদের দেশের বহু মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন বাসকে। বিশেষ করে শহর বা নিজের জেলার মধ্যে কম দূরত্বের যাতায়াতের জন্য অধিকাংশ মানুষ বাসের (Bus) উপর নির্ভরশীল।

আমাদের দেশে সরকারি ও বেসরকারি দুই ধরনের বাস চলাচল করে। তবে পশ্চিমবঙ্গে সরকারি বাস কম থাকায় অধিকাংশ মানুষকে ভরসা করতে হয় বেসরকারি বাসের উপর। সেক্ষেত্রে দেখা যায় যাত্রীদের টিকিট কাটার সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বাসের টিকিট কাটার সময় যাত্রীদের সবথেকে বেশি যে সমস্যাটা বিচলিত করে তা হল নগদ টাকার অভাব।

   

অনেক সময় সমস্যা তৈরি হয় খুচরো নিয়ে। এবার মিটতে চলেছে এই সমস্যা। একাধিক বাস মালিক সংগঠন এবার উদ্যোগ নিয়েছে যাতে বেসরকারি বাসে টিকিট কাটার সময় অনলাইনে দাম মেটানো যায়। বর্তমানে ভারতের বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালু হয়েছে QR পেমেন্ট সিস্টেম। তবে বাসে টিকিট বুক করার ক্ষেত্রে এখনো এই ধরনের পেমেন্ট সিস্টেম লক্ষ্য করা যায় না।

বেসরকারি বাস মালিক সংগঠনগুলি এবার উদ্যোগ নিয়েছে যাতে এবার বাসেও এই ধরনের পেমেন্ট সিস্টেম চালু করা যায়। জানা যাচ্ছে বাসে টিকিট বুক করার সময় QR ভিত্তিক পেমেন্টের জন্য বাস সংগঠনগুলি আলোচনা চালিয়েছে একটি সংস্থার সাথে। এই আলোচনা সভায় বেসরকারি সংগঠনগুলির পাশাপাশি সরকারি বাস সংগঠনগুলিও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

bus ticket check wbtc

সূত্রের খবর, তৈরি করা হবে একটি অ্যাপ এবং সেই অ্যাপ ডাউনলোড করতে হবে যাত্রীদের মোবাইলে। সেই অ্যাপে বাস নম্বর ও কোথা থেকে কোথায় যাচ্ছেন, এই তথ্য দিলেই দেখিয়ে দেওয়া হবে ভাড়া। এরপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিলেই ফোনে চলে আসবে একটি মেসেজ। সেই মেসেজ কন্ডাক্টারকে দেখিয়ে দিলেই টিকিট কাটা থেকে মুক্তি পাবেন যাত্রীরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর