বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) আর তিন মাসও বাকি নেই। ইতিমধ্যেই স্কুল জীবনের এই প্রথম বড় পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে পড়ুয়ারা। এদিকে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় বেশ কিছুটা এগিয়ে এসেছে। পরীক্ষাসূচির দিকে তাকালেই বোঝা যাবে যে প্রায় অন্যান্য বছরগুলির তুলনায় প্রায় ২০ দিন এগিয়ে এসেছে এই পরীক্ষা।
কবে থেকে পরীক্ষা: প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত। এই পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ৪৫ থেকে এবং শেষ হবে বিকেল ৩ টেতে।
আরও পড়ুন: সুরাপ্রেমীদের খুলে গেল ভাগ্য! এবার এখানে বিশাল সস্তায় পাওয়া যাবে মদ, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ
ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন স্কুলের তরফে দাবি করা হয়েছে যে, দুর্গাপুজার সময় থেকে টানা ছুটি থাকায় এখনো সঠিকভাবে সিলেবাস শেষ করা হয়নি। এমতাবস্থায়, চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে টেস্ট পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। এমনকি কিছুদিন আগে জল্পনা শুরু হয়েছিল যে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা হয়তো পিছিয়েও যেতে পারে।
আরও পড়ুন: এভাবে পেঁপে-তরমুজ চাষ করেই ভাগ্য ফেরালেন কৃষক! কেবলমাত্র ৪ মাসেই আয় ৩২ লক্ষ টাকা
ঠিক এই আবহেই ফের একটি বড় খবর সামনে এসেছে। মূলত এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মাধ্যমিক পরীক্ষার আগেই নতুন পাঠ্যবই আনতে চলেছে পর্ষদ। যেগুলি খুব শীঘ্রই বিতরণ করে দেওয়া হবে পড়ুয়াদের মধ্যে।
এদিকে, এই সিদ্ধান্তের জেরে পড়ুয়াদের মনে চিন্তার আবহ তৈরি হলেও এই বিষয়ে আশ্বস্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, সিলেবাস ব্যাপক পরিবর্তন ঘটছে কি না এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মিলেছে যে, নতুন বই আনা হলেও আগের মতোই সিলেবাস একই থাকছে। অর্থাৎ, আপাতত মাধ্যমিকের পাঠ্যক্রমে কোনো বদল আনা হচ্ছে না।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার