বাংলাহান্ট ডেস্ক : হাসপাতালে (Budget Hospital) ভর্তি হওয়ার কথা উঠলেই অধিকাংশ মানুষের মাথায় আগে একটাই চিন্তা আসে, খরচের। বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি হওয়া মানেই লক্ষ লক্ষ টাকার ধাক্কা, এ তো বহুবার বহুজনে অভিযোগ করেছেন। কিন্তু কম খরচায় যদি বেসরকারি হাসপাতালের মতোই বিলাসবহুল পরিষেবা পাওয়া যায়, তাহলে? মধ্যবিত্তের এই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে। নতুন ‘বাজেট হাসপাতাল’এ (Budget Hospital) উন্নতমানের চিকিৎসা পরিষেবার সঙ্গে বেসরকারি হাসপাতালের স্বাচ্ছন্দ্যও পাওয়া যাবে এক ছাদের তলায়, তবে অনেকটাই কম খরচে।
পিজি হাসপাতালে তৈরি হচ্ছে বাজেট হাসপাতাল (Budget Hospital)
পিজি হাসপাতালের পোস্ট অফিস গেটের পাশেই তৈরি হচ্ছে দশ তলা নতুন হাসপাতাল (Budget Hospital)। শহরের প্রাণকেন্দ্রে তৈরি হওয়া হাসপাতালের প্রত্যেক ঘর থেকেই দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দৃশ্য। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বর্তমানে। পিজি হাসপাতাল সূত্রে খবর, পুজোর আগেই খুলে যাবে নতুন হাসপাতালের দরজা। প্রাথমিক ভাবে প্রথম চারটি তলায় পরিষেবা শুরু হবে। তারপর ধাপে ধাপে খুলে দেওয়া হবে বাকি তলা গুলি।
উডবার্ন থেকেই নতুন ভাবনা: জানা যাচ্ছে, পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাফল্য থেকেই এই বাজেট হাসপাতাল (Budget Hospital) তৈরির ভাবনা আসে রাজ্য সরকারের। প্রথমে উডবার্ন ওয়ার্ড শুধু উপলব্ধ ছিল ভিআইপিদের জন্য। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়া হয়েছে উডবার্ন। মোট ৩৬ টি কেবিন রয়েছে এই উডবার্ন ওয়ার্ডে। চার হাজার, আড়াই হাজার এবং দু হাজার টাকা এই তিন রকম কেবিন রয়েছে এখানে। পপাশাপাশি ওটি এবং আইসিইউ ও চালু হয়েছে।
আরো পড়ুন : হটস্পট মুর্শিদাবাদ! এবার গুলিবিদ্ধ সামসের নাদার, BSF-র বিরুদ্ধে অভিযোগ পরিবারের
কী কী থাকছে নতুন হাসপাতালে: একই ভাবে নতুন হাসপাতালেও থাকছে একগুচ্ছ সুযোগ সুবিধা। হাসপাতাল সূত্রে খবর, এই বাজেট হাসপাতালে (Budget Hospital) থাকছে ১০২ টি সুসজ্জিত কেবিন, ৫ টি এইচডিইউ ইউনিট, ১৬ টি আইসিইউ বেড, রিকভারি বেড সহ মোট ১৩১ টি বেড এবং সর্বোচ্চ তলায় ৮ টি ভিআইপি সুইট। ২০২৩ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও এই মডেল হাসপাতাল বানানোর জন্য জমি খোঁজার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, প্রথম সারির বেসরকারি হাসপাতালের (Budget Hospital) তুলনায় প্রায় ৭০-৮০ শতাংশ কম খরচ হতে পারে এই হাসপাতালে।
আরো পড়ুন : চাকরি বাতিল ২৬ হাজারের, এরই মধ্যে বড় ‘পদক্ষেপ’ পার্শ্ব শিক্ষকদেরও! লাটে ওঠার জোগাড় পড়াশোনা
একদিকে যেমন বাজেট হাসপাতাল তৈরি হচ্ছে, তেমনি আবার উডবার্ন ওয়ার্ডেও বেশ কিছু অদলবদল করা হচ্ছে। টেন্ডার ডাকা হয়েছে সংস্কারের জন্য। শোনা যাচ্ছে, কেবিন সংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে করা হতে পারে ৬০ টি। অর্থাৎ নতুন বাজেট হাসপাতাল এবং উডবার্ন মিলিয়ে পিজি হাসপাতালে মোট কেবিনের সংখ্যা হতে পারে প্রায় ২০০ টি।