আমূল বদলে যাবে পশ্চিমবঙ্গের বাস পরিষেবা! বিরাট চুক্তি করল UBER, এই সুবিধা পাবেন যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : গতকাল সমাপ্তি ঘটেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মেলনে ভাষণ দিতেও দেখা যায়। নিউটাউনের কনভেনশন সেন্টারে এদিন স্বাক্ষরিত হয়েছে একাধিক মউ। সম্মেলনের শেষে জানা যাচ্ছে এবার কলকাতায় দেখা মিলতে চলেছে উবের বাস পরিষেবার।

uber 4col

বেশ কয়েক বছর হল ভারতে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালু হয়েছে। শহর কলকাতাতেও উবের, ওলার মতো একাধিক সংস্থা এই পরিষেবা দিয়ে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ঘোষণা করা হল উবের বাসের। এই পরিষেবার জন্য উবের মউ সাক্ষরিত করেছে পশ্চিমবঙ্গ সরকারের সাথে।

আরোও পড়ুন : ‘আমি পুরনো কেস রিওপেন করে ৮ জনকে জেলে ভরব…’, কাদের কথা বললেন মমতা? চমকে উঠবেন

আন্তর্জাতিক এই অ্যাপ ক্যাব সংস্থা এবার কলকাতায় চালু করতে চলেছে ‘‌উবের শাটল’‌। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে সমালোচনাও করেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “কর্মসংস্থান কমেছে ভারতবর্ষে। কিন্তু বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন আজ।

আরোও পড়ুন : বিশ্বকাপে ভারতের হার উদযাপনের জের, বাংলাদেশি পর্যটকরা এবার নিষিদ্ধ দার্জিলিংয়ের হোটেলে

৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে পশ্চিমবঙ্গে। ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে চর্ম শিল্পে। এজেন্সি গলা টিপে ধরছে শিল্পপতিদের। চাপিয়ে দেওয়া হচ্ছে করের বোঝা। আমরা প্রস্তুত রয়েছি ছয়টি করিডোর তৈরির জন্য। স্বাক্ষরিত হয়েছে ১৮৮টি মউ। বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির।” রাজ্য সরকারের তরফ থেকে বাণিজ্য সম্মেলনের শেষে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

uber bus booking

উবেরের পক্ষ থেকে ২০২৫ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হবে প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থান। রাজ্য সরকারের হাতেই থাকবে বাসের মালিকানা। কিন্তু প্রযুক্তিগতভাবে সাহায্য করবে উবের। কম সংখ্যক গাড়িতে বেশি যাত্রী পরিবহন সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়িত হবে আগামী বছর মার্চ মাসের মধ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর