পর্যটকদের জন্য সুখবর, উত্তরবঙ্গে এবার নয়া চমক! ঘুরতে যাওয়া আরও হবে সহজ

বাংলাহান্ট ডেস্ক : বড় খবর উত্তরবঙ্গের (North Bengal) পর্যটকদের জন্য। পুজোর আগেই খুলে যাচ্ছে নতুন বাস স্ট্যান্ড। এই বাসস্ট্যান্ড নির্মাণ হচ্ছে এনজেপি স্টেশনের খুব কাছেই। শিলিগুড়িতে এই নতুন বাস স্ট্যান্ড তৈরির ফলে বেশি সুবিধা হবে পর্যটকদের। নতুন এই বাস স্ট্যান্ডটি এনজেপি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত।

এই বাস স্ট্যান্ডে এসে যাত্রীরা বিভিন্ন রুটের বাস ধরতে পারবেন। আরো খবর আগামী দিনে এই বাস স্ট্যান্ডে থাকবে যাত্রীদের জন্য রাত্রিবাসের সুযোগ।
নতুন এই বাস স্ট্যান্ডটি নির্মিত হচ্ছে শিলিগুড়ির তিনবাত্তি মোড়ের কাছে। শহরের বেসরকারি লোকাল বাসগুলিকে নিয়ে আসা হবে এই বাস স্ট্যান্ডে।

এছাড়াও এই বাস স্ট্যান্ড থেকে চলাচল করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কিছু রুটের বাস। জানা গেছে পুজোর আগেই প্রথম পর্যায়ে এই বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু করবে। এরপর ধীরে ধীরে সম্পন্ন হবে এই বাস স্ট্যান্ডের কাজ। বর্তমানে বহু বেসরকারি বাস চলাচল করে শিলিগুড়ি কোর্টমোড় এলাকা থেকে।

বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি, ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির বাসও এখান দিয়ে যাতায়াত করে। শহরের মধ্যে দিয়ে চলাচল করার জন্য বেশ কিছুদিন ধরে যানজটের সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই থেকে এই বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। আপাতত ২৩ টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

প্রথম পর্যায়ের কাজের জন্য ১ কোটি ২৮ লাখ টাকা গিয়েছে রাজ্য পরিবহন দফতর। এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, “খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নতুন বাস স্ট্যান্ডটি। আগামী দিনে এনজেপি স্টেশনে নেমে বাস ধরার জন্য যাত্রীদের আর দূরে যেতে হবে না।”

IMG 20230601 175049

অন্যদিকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, “বাণিজ্যিক কারণে ব্যবহৃত করা হবে নতুন ভবন। এখান থেকে চলাচল করবে সরকারি ও বেসরকারি বাস। এছাড়াও একটি আন্তর্জাতিক মানের বাস স্ট্যান্ড তৈরি পরিকল্পনা রয়েছে মাটিগাড়ায়।” তবে আমজনতার যে উপকার হবে তা বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর