প্রতিটি স্টেশনে এবার থেকে দেখতে পাবেন এই ছবি! লোকালের যাত্রীদের জন্য নেওয়া হল বড় উদ্যোগ

বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে চলছে সিসিটিভি (CCTV) লাগানোর কাজ। সিসিটিভি লাগানোর কাজ হচ্ছে শিয়ালদা-বনগাঁ শাখায়। মনে করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানোর ফলে যাত্রী সুরক্ষা আরো জোরদার হবে। অপরদিকে প্রশাসনের পক্ষেও নজরদারি চালানো সম্ভব হবে বলে আশা।

অনেকেই মনে করছেন সিসিটিভি বসানোর ফলে যাত্রীদের পাশাপাশি সুবিধা হবে স্টেশনে থাকা ব্যবসায়ীদেরও। মাঝেমধ্যেই স্টেশনে ঘটে যায় চুরি-ছিনতাই এর মতো ঘটনা। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সিসিটিভি লাগানো হচ্ছে বিভিন্ন স্টেশনে। সিসিটিভির চাদরে মুড়ে ফেলা হচ্ছে অশোকনগর-হাবরা-গোবরডাঙ্গা-সহ লোকাল ট্রেনের একাধিক গন্তব্য স্টেশন।

আরোও পড়ুন : পুজোর আগে বড় উপহার রেলের! একসঙ্গে চালু হচ্ছে ৯টি বন্দে ভারত, বাংলার কোন রুটে ছুটবে?

রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনকে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে একদিকে যেমন নজর রাখা যাবে ট্রেনের গতিবিধির উপর, অপরদিকে নিশ্চিত করা যাবে যাত্রী সুরক্ষার বিষয়টিও।

আরোও পড়ুন : এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়সড় ঘোষণা কলকাতা পুরসভার! উপকৃত হবেন আমজনতা

বিভিন্ন সময় দেখা যায় স্টেশন বা প্লাটফর্ম চত্বরে অসামাজিক কাজকর্ম ঘটায় দুষ্কৃতীরা। সেই অপরাধ কমাতে এবং দুষ্কৃতি চিহ্নিত করতে এই সিসিটিভি ক্যামেরা কাজে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি, কোন যাত্রীও সমস্যায় পড়লে তাকে রক্ষা করা অনেক সহজসাধ্য হবে বলে মনে করা হচ্ছে।

local train news 102189156

 

সিসিটিভি বসানোর বিষয়টি নিয়ে রেলের পক্ষ থেকে সরকারি স্তরে কিছু জানা যায়নি। তবে রেল পুলিশ সূত্রে খবর, দ্রুত সম্পন্ন হবে সিসিটিভি বসানোর কাজ। তারপর শীঘ্রই সেগুলি চালু করা হবে। রাতে প্লাটফর্মের যে যাত্রীরা আসেন তাদের নিরাপত্তার জন্যও সিসিটিভি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা রেল কর্মীদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর