বাংলা হান্ট ডেস্ক : এ বার আর 700 নম্বরে নয় উচ্চ মাধ্যমিকের মতো পাঁচ শ নম্বরের পরীক্ষা দিতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের, কয়েক মাস আগে এমনই জল্পনা ছড়িয়েছিল। যদিও জল্পনার অবসান ঘটিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে এখন পরীক্ষার নিয়মে রদবদল হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়। তবে এ বার মাধ্যমিক সিলেবাসে বদল আনছে রাজ্যের শিক্ষা দফতর। আগামী শিক্ষাবর্ষ থেকেই মাধ্যমিক সিলেবাসের যুক্ত হবে নয়া অধ্যায়। পড়ুয়াদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন অধ্যায় যুক্ত করতে চলেছে শিক্ষা দফতর।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে পরামর্শ নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য সিলেবাসে বিভিন্ন ধরনের সব চেনানোর পদ্ধতি শুরু করা হচ্ছে। অর্থাত্ সরীসৃপ জাতীয় প্রাণীদের দেখলে কী করা উচিত তা পড়ুয়াদের শেখানো হবে, একই সঙ্গে জীব বৈচিত্র রক্ষা করার জন্য সরীসৃপদের ভূমিকা সম্পর্কেও বোঝানো হবে।
বর্তমানে জীব বৈচিত্র নিয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে বারবার সরব হচ্ছেন পরিবেশবিদরা তাই এ বার মাধ্যমিক পাঠ্যক্রমে রাজ্যের পড়ুয়াদের মধ্যে জীব বৈচিত্র সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। অন্যদিকে সিলেবাস কমিটির সভাপতি অভীক মজুমদার জানিয়েছেন বিষাক্ত কিংবা নির্বিষ সাপ দেখলে কী করা উচিত? সেই সংক্রান্ত বিষয় সেখানে হবে পরীক্ষার্থীদের।
বর্তমানে যেভাবে বিষাক্ত সাপ দেখলে মারার প্রবণতা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে পড়ুয়ারা যাতে তাঁদের বাড়ির সদস্যদের বোঝাতে পারে সে বিষয়ে চিন্তা ভাবনা নেওয়া হয়েছে একই সঙ্গে গ্রামাঞ্চলে যাতে সাপ না মেরে বনাঞ্চলের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সেই সংক্রান্ত বিষয়ে বোঝানোর জন্য এই নতুন অধ্যায় চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি হঠাত্ বিষাক্ত সাপের সামনে পড়ে গেলে কী পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সম্যক জ্ঞান তৈরির চেষ্টা চালাচ্ছে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ।