বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় বিভিন্ন চ্যানেলে উপলব্ধ রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের ধারাবাহিক (Serial)। রোম্যান্স, অ্যাকশন, কমেডি যা চাই পাবেন সবই। দর্শকদের চাহিদায় পারিবারিক গল্পে সবরকম ছোঁয়া নিয়েই ধারাবাহিক আনছে প্রযোজনা সংস্থা গুলি। তবে একটি সিরিয়ালের জনপ্রিয়তা বরাবরই থাকে বেশি। আর তা হল শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial)।
ফের শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial) আনছে জি বাংলা
জি বাংলা থেকে স্টার জলসা, বিভিন্ন চ্যানেলগুলি বারে বারে ফিরিয়ে এনেছে শিশুকেন্দ্রিক সিরিয়াল (Serial)। ‘মা’ থেকে শুরু করে ‘ভুতু’, ‘পটলকুমার গানওয়ালা’র মতো ধারাবাহিকগুলি ব্যাপক টিআরপি তুলেছে। জি বাংলায় শেষ শিশুকেন্দ্রিক ধারাবাহিক (Serial) ছিল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। টিআরপিতে খানিক পিছিয়ে পড়লেও সিরিয়ালটি বেশ মনে ধরেছিল দর্শকদের। আর এবার শোনা যাচ্ছে, ফের একটি নতুন ধারাবাহিক আনছে জি বাংলা, যার কেন্দ্রে থাকবে এক ছোট্ট মিষ্টি খুদে শিল্পী।
কেমন হবে গল্প: গুঞ্জন বলছে, এই নতুন ধারাবাহিকের (Serial) নাম হতে চলেছে ‘দুগ্গামনি’। অনেকটা সুপারহিট ‘মা’ সিরিয়ালের স্বাদ পাওয়া যাবে বলেও শোনা গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, গল্পে দেখা যাবে ছোটবেলাতেই মায়ের থেকে আলাদা হয়ে যায় দুগ্গামনি। এক আশ্রমে আশ্রয় পায় সে। কিন্তু আশ্রম মালিক তাকে বেচে দেওয়ার চেষ্টা করলে সেখান থেকে পালিয়ে এক কুমোর পাড়ায় গিয়ে ওঠে দুগ্গামনি। সেখানেই বড় হয়ে নিজের মাকে খুঁজতে বেরোবে সে।
আরো পড়ুন : জি বাংলায় ফের শিশুকেন্দ্রিক সিরিয়াল, মিষ্টি কথাতে মন ভোলাতে আসছে ‘দুগ্গামনি’!
কে থাকছে মুখ্য চরিত্রে: সূত্রের খবর, আসন্ন এই সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে দেখা যাবে খুদে কৌশিকী বন্দ্যোপাধ্যায়কে। অডিশনে তার মিষ্টি কথাতেই নাকি এই সিরিয়ালের জন্য সিলেক্ট করি হয়েছে তাকে। শোনা যাচ্ছে, সাহানা দত্তের মিসিং স্ক্রু প্রযোজনা সংস্থার তরফে আনা হবে এই ধারাবাহিক (Serial)।
আরো পড়ুন : ফের নতুন সিরিয়ালের আমদানি জলসার, কামব্যাক করলেন জনপ্রিয় নায়িকা! কার কপাল পুড়বে এবার?
প্রসঙ্গত, জি বাংলা বরাবরই শিশু কেন্দ্রিক ধারাবাহিক আনার জন্য বেশ জনপ্রিয়। এর আগে ভুতু সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়েছিল এই চ্যানেলে। শেষবার বোধিসত্ত্বের বোধবুদ্ধিতে উঠে এসেছিল খুদে শিল্পীদের গল্প। নতুন সিরিয়ালের গুঞ্জন সত্যি হলে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য এক দারুণ সারপ্রাইজ হবে।