রাজনীতি ছেড়ে হাতাখুন্তি ধরবেন মদন মিত্র! নতুন কুকিং শো তে অতিথি ‘শঙ্খ স‍্যার’ও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নাচ,গানের রিয়েলিটি শো কিংবা ‘দাদাগিরি’র মতো কুইজ শো ছাড়াও কুকিং শোয়ের (cooking show) চাহিদা কিন্তু তুঙ্গে ছোটপর্দায়। জি বাংলার ‘রান্নাঘর’ এর সমাদর প্রতি ঘরে ঘরে। সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ‍্যায়ের পরিচয়ই দেওয়া হয় ‘রান্নাঘরের রাণী’ হিসাবে। অন‍্যান‍্য চানেলের কুকিং শো গুলিও কম জনপ্রিয় নয়। এবার এই তালিকায় যোগ হতে চলেছে আরো একটি রান্নার শো।

তবে তথাকথিত কুকিং শো গুলির মতো হবে না এই নতুন শোটি‌। অন‍্যগুলির মতো স্টুডিওর চার দেওয়ালের মধ‍্যে আবদ্ধ না থেকে উনুন, সরঞ্জাম নিয়ে খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে হবে রান্নাবান্না। এমনি নতুন ভাবনা নিয়ে এসেছেন প্রযোজক রানা সরকার। বাংলার নামী রাঁধুনির নামেই দেওয়া হয়েছে শোয়ের নাম, ‘ভজহরি মান্না’।


টেলিভিশনে নয়, এই শো দেখা যাবে ডিজিটাল প্ল‍্যাটফর্মে। এক একদিন এক এক তারকা আসবেন শো তে। রাজনীতি থেকে বিনোদন সব জগতের মানুষদেরই অতিথি হিসাবে দেখা যাবে কুকিং শো তে। সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra) ও অভিনেতা প্রতীক সেনের (pratik sen) সঙ্গে ছবি শেয়ার করেছেন প্রযোজক রানা সরকার।

https://www.instagram.com/p/CWcmKBeBRdM/?utm_medium=copy_link

আরো জানা যাচ্ছে, সঞ্চালক হিসাবে শোতে থাকবেন একজন রাঁধুনি। অতিথিদের নিজের হাতের রান্না রেঁধে খাওয়াবেন তিনি। বাংলার এক এক জায়গায় গিয়ে শুট হবে। তাই সেখানকার স্থানীয় সব খাবারও থাকবে পাতে। শুধু রান্না আর গল্পই না, অতিথি দের জন‍্য থাকবে টুকটাক খেলার ব‍্যবস্থাও।


প্রতীককে অবশ‍্য অন‍্য একটি কারণেও রানা সরকারের সঙ্গে দেখা যাবে। ছোটপর্দার জনপ্রিয় জুটি মোহর ও শঙ্খ ওরফে সোনামণি ও প্রতীককে নিয়ে মেনস্ট্রিম ছবি বানানোর পরিকল্পনা করছেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রধান মহম্মদ হাসান মাহমুদের আমন্ত্রণে শহরের একটি পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, জুন মালিয়া, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, রানা সরকাররা। বিশিষ্টদের মধ‍্যে ডাক পেয়েছিলেন সোনামণি প্রতীকও। সেখানেই সুখবর দিয়ে রানা সরকার জানান বড়পর্দায় ডেবিউয়ের কথা।

X