আবার কোভিড! ৩ ভারতীয়র শরীরে মিলল করোনার নয়া স্ট্রেন, আতংকিত প্রশাসন

বাংলাহান্ট ডেস্ক : আবারও করোনার আতঙ্ক গ্রাস করছে গোটা বিশ্বকে। চিনে করোনা সংক্রমণের (China Covid News) বাড়বাড়ন্ত নিয়ে আতঙ্ক সৃষ্টির মধ্যেই ভারতে ঢুকে পড়ল নয়া কোভিড ভ্যারিয়েন্ট (New Covid Variant)। ভারতে হদিশ মিলল অতি সংক্রামক কোভিড ভ্যারিয়ান্ট বিএফ.৭-এর। এরই মধ্যে, তিনজনের শরীরে এই নয়া প্রজাতির করোনা পাওয়া গিয়েছে। এই বছরের অক্টোবর মাসেই ভারতে ঢুকে পড়েছিল এই নয়া প্রজাতির করোনা ভ্যারিয়েন্ট। অনেকেই আবার দাবি করেছেন সেপ্টেম্বর মাসে প্রথম ওমিক্রনের নয়া এক ভ্যারিয়ান্ট প্রবেশ করে ভারতে।

গত বছর অক্টোবর মাসে ওডিশাতে প্রথম এই নয়া প্রজাতির ভাইরাসের হদিশ মেলে। এক ব্যক্তির শরীরে একাধিক উপসর্গ দেখে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে। ওই ব্যক্তির নমুনা রিপোর্ট পজিটিভ আসে। দেখা যায় ওডিশার বাসিন্দা বিএফ.৭ ভ্যারিয়ান্টে আক্রান্ত।

অপরদিকে, গুজরাটের ভদোদরাতে এক বৃদ্ধার শরীরে একাধিক উপসর্গের হদিশ পাওয়া যায়। এরপরই তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। বুধবার তাঁর রিপোর্টে ধরা পড়ে নয়া ভ্যারিয়ান্ট। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতে। জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুজরাটে ফিরেছিলেন ৬১ বছরের এই বৃদ্ধা। তাঁর শরীরেও বিএফ.৭ প্রজাতির হদিশ মেলায় জিনোম সিকোয়েন্সিংয়ের উপর আরও জোর দিচ্ছে গুজরাট প্রশাসন।

কোভিড চিকিৎসকরা জানান, চিন,জাপান, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যে প্রজাতির কোভিড ছড়িয়ে পড়েছে, তারই একটি সাব ভ্যারিয়ান্ট এবার ভারতে ঢুকে পড়েছে। ওমিক্রন বিএফ.৫ ভ্যারিয়ান্টের একটি সাব ভ্যারিয়ান্ট এই বিএফ.৭। সেটিই এবার তিনজনের শরীরে পাওয়া গিয়েছে বলে খবর।


Sudipto

সম্পর্কিত খবর