নিভারের পর আরো এক ঘূর্ণিঝড়! ভয়ংকর গতি নিয়ে আছড়ে পড়তে পারে ‘অর্ণব’

মাত্র কয়েকদিন আগেই ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর (tamilnadu) সমুদ্রতটে আছড়ে পড়েছিল ঘুর্ণিঝড় (cyclone) নিভার। এবার তার রেশ কাটতে না কাটতেই আরো এক ঘূর্ণিঝড় এর সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই ঝড়টির নাম ‘অর্ণব’ (arnab)

Cyclone Fani 01 05 2019

   

না, বহুল আলোচিত সাংবাদিক অর্ণব গোস্বামীর সাথে এর কোনো যোগসূত্র নেই। নামটি বরং মিয়ানমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো বিভিন্ন দেশ দ্বারা প্রস্তাবিত ১৬৯ টি নামের একটি তালিকার অংশ ছিল।

ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন ১৩ টি দেশ প্রস্তুত একটি তালিকা থেকে বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড় গুলির নামকরণ করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) ঘূর্ণিঝড় ফনি এবং বায়ু ভারতের উপকূলীয় শহরগুলিকে আঘাত করার কয়েক মাস পরেই ঘূর্ণিঝড়ের নামের একটি তালিকা প্রকাশ করেছিল।

প্রাকৃতিক দুর্যোগের নামকরণের এই প্রথা প্রায় এক শতাব্দীর বেশি প্রাচীন হলেও, ভারত ২০০৪ সালে প্রথম ঘূর্ণিঝড়কে “অগ্নি” নামে নামকরণ শুরু করে।

ঘূর্ণিঝড়ের নামগুলি জনগণ দ্বারা প্রস্তাবিত হতে পারে তবে তারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে। নামটি সংক্ষিপ্ত এবং সহজেই বুঝতে হবে। এটি সাংস্কৃতিকভাবে অপ্রয়োজনীয় সম্ভাব্য প্রদাহজনক অর্থকে অবজ্ঞায়িত করা বা বোঝাতে পারে না।

 

সম্পর্কিত খবর