দিঘা প্রেমীদের জন্য দুঃসংবাদ! নতুন বিপত্তিতে অতিষ্ঠ পর্যটকরা, ক্ষুব্ধ প্রশাসনও

বাংলা হান্ট ডেস্ক : দীঘাতে (Digha) বড় সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এতদিন বিভিন্ন সমস্যা তো ছিলই, তার সাথে নতুন করে যুক্ত হয়েছে আরেক বড়সড় সমস্যা। আর তার ফলে বিপত্তির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের (Tourist)। আসলে বর্তমান সময়ে পর্যটনের বড় কেন্দ্র হয়ে ওঠেছে দীঘা নগরী। তাই সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে দীঘাতে। আর এই পর্যটন কেন্দ্রই ঢেকেছে বিষাক্ত ধোঁয়ায়। চলুন তাহলে খুলেই জানাই আপনাদের।

পর্যটকদের সুবিধার জন্য নানান দিকে খেয়াল রেখেছে প্রশাসন। কিন্তু তাতেই কি আর রেহাই মেলে, এক অন্যরকম সমস্যায় জর্জরিত সমুদ্র সৈকত। দীঘা ঢেকেছে বিষাক্ত ধোঁয়াতে। আর তার ফলে যেমন পর্যটকরা অতিষ্ঠ তেমনই সমস্যায় সেখানকার সাধারণ জনতা। পরিবেশ দূষণের সাথে সাথে জনজীবন বিপন্ন হচ্ছে এই ধোঁয়ার কারণে।

নিউ দীঘার সমুদ্র সৈকত এবং সংলগ্ন এলাকা দেখতে গেলেই নজরে আসবে সেখানে প্রতিনিয়ত জমা হতে থাকা নোংরা আবর্জনা। এর। করবে যেমন রয়েছে প্লাস্টিক এবং পলিথিন জাতীয় পণ্য তেমনই থাকছে বিভিন্ন বর্জ্য পদার্থ। আর এই সমস্ত নোংরা একত্রে জড়ো করেই নাকি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ‘বিশ্বাসঘাতকতা করা হল’, টিকিট না পেয়ে বিধ্বস্ত অর্জুন! ফিরবেন বিজেপিতে? জল্পনা তুঙ্গে

দীঘার সমুদ্রসৈকতের ঠিক পাশেই রাতের অন্ধকারে চলছে এই দুষ্কর্ম। স্বাভাবিক ভাবেই আগুন লাগিয়ে দেওয়ার কারণে ধোঁয়া উঠে পুরো এলাকাকে দূষিত করছে। সমস্যায় পড়ে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করছেন সাধারণ মানুষ থেকে আমজনতা। কিন্তু দোষীদের এখনো ধরা যায়নি।

digha cover

পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রনগরী হওয়ার কারণে দীঘাতে যেমন ভিড় অনেক বেশী, তেমনই সেখানে আবর্জনার পরিমাণও পাহাড় প্রমাণ। রিপোর্ট অনুযায়ী প্রতিনিয়ত টন টন জঞ্জাল জমা হতে থাকছে। আর এই বর্জ্য আবর্জনাকেই আগুন লাগিয়ে দেওয়াতে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। প্রশাসন অবশ্য পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকা পরিষ্কার রাখার। জানা যাচ্ছে জলদিই নোংরা কাজে লাগানোর পরিকল্পনাও নেওয়া হতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর