কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগে বড়সড় আপডেট! নির্ধারিত তারিখে হবে না পরীক্ষা, দেখুন নতুন দিন

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষার দিন বদল হল। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এমনটাই জানিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষার যে দিন আগের বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছিল, ওই দিনে পরীক্ষাটি হবে না।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য প্রার্থীরা ভিজিট করতে পারেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.prb.wb.gov.in)। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানায়, আগামী ৬ অক্টোবর ২০২৩ থেকে আয়োজন করা হবে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)।

আরোও পড়ুন : ৪৪ লাখের অডি গাড়ি চালিয়ে লাল শাক বিক্রি! ভাইরাল এই বিত্তশালী কৃষকের ‘সাধারণ জীবন’

সম্প্রতি রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পূর্বের বিজ্ঞপ্তিতে জানানো তারিখে পরীক্ষা হবে না। কবে পরীক্ষা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। মনে করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে। বোর্ডের ওয়েবসাইট (www.prb.wb.gov.in), (www.wbpolice.gov.in) এবং (www.kolkatapolice.gov.in)-এ নিয়মিত নজর রাখবেন বিজ্ঞপ্তির জন্য।

kolkata police asa

প্রসঙ্গত, কয়েকটি ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের শূন্যপদ পূরণের জন্য। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হবেন। বোর্ডের পক্ষ থেকে এই প্রার্থীদের PET ও PMT টেস্ট নেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর