বিরাট ঝটকা, আবগারি দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল

বাংলা হান্ট ডেস্ক : শিয়রে লোকসভা নির্বাচন (Lok Sabha Election), আর তার আগেই বড়সড় ঝটকা খেল আম আদমি পার্টি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পর এবার ইডির হাতে গ্রেপ্তার স্বয়ং ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, বিগত বহুদিন ধরেই আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জবানবন্দি চাইছিল ইডি। যারমধ্যে কেবল আবগারি দুর্নীতি মামলাতে জিজ্ঞাসাবাদ করার জন্য মোট ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। আর এই প্রতিটি সমনকেই অগ্র্যাহ্য করে চলছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে দশমবার আর সমন নয়, সোজা ইডি বাহিনীই পৌঁছে যায় ‘আপ’ প্রধানের বাড়িতে।

ঘন্টা দুয়েক চিরুনী তল্লাশির পর বাজেয়াপ্ত করা হয় কেজরিওয়ালের মোবাইল ফোন। এরপর বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তার বাড়ির চারপাশ ঘিরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। উল্লেখ্য, কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তবে সেবার তিনি গ্রেফতার হওয়ার পূর্বমুহূর্তে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

আরও পড়ুন : আর নয় ভিড়ে ঠেলাঠেলি, আরামে সফর শিয়ালদা লাইনে! বিরাট তথ্য দিল পূর্ব রেল

যদিও অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে সেরকম কোনও খবর পাওয়া যায়নি। তবে আপ নেত্রী অতিশী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে তিনিই রয়েছেন। জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। এখানে বলে রাখা ভালো, কেজরিওয়াল প্রথম যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। বৃহস্পতিবার রাতে এক ‘আপ’ নেতা জানিয়েছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন আমাদের নেতা। আমরা এমন আশঙ্কার কথাই এত দিন বলছিলাম।’

আরও পড়ুন : জোটে ঘোঁট! নতুন বন্ধুর জন্য পুরনো শরিককে ধোঁকা সিপিএমের, শোরগোল বাংলায়

65fc142326914 kejriwal has so far skipped nine summons by the agency which wants to question him about the alle 210400670 16x9

প্রসঙ্গত উল্লেখ্য, ইডির পাঠানো মোট ন’টি সমনের মধ্যে আট বারই এড়ইয়এ গেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। শেষ পাঠানো সমনে ইডির সামনে হাজির না হয়ে মুখ্যমন্ত্রী পৌঁছান দিল্লি হাইকোর্টে। সেখান থেকে তার আবেদন খারিজ করা হলে তিনি পৌঁছান সুপ্রিম কোর্টের দরবারে। সেইসময় কেজরিওয়াল বলেছিলেন, ‘ইডি নিশ্চয়তা দিক যে, তাদের তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।’

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর