পুরুলিয়ায় চালু নতুন ডবল লাইন! সবুজ সংকেত পেতেই ছুটল বন্দে ভারত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই বড়সড় উপহার পেলেন পুরুলিয়াবাসীরা। পুরুলিয়া-কোটশিলা নতুন ডবল লাইনের উদ্বোধন হতেই ট্র্যাকের উপর দিয়ে ছুটল বন্দে ভারত। ট্রায়াল রানের পর কমিশনার অফ রেলওয়ে সেফটির (Indian Railways) ছাড়পত্র পেতেই নতুন লাইনে শুরু হল বাণিজ্যিক রেল চলাচল।

নতুন ডবল লাইন (Indian Railways) চালু পুরুলিয়ায়

শনিবার সন্ধ্যায় নতুন তৈরি হওয়া ৩৬.২ কিমি ব্যাপী ডবল লাইনে বিশেষ ইনস্পেকশন ট্রেনে স্পিড ট্রায়াল করা হয়। এই ট্রায়াল করেন দক্ষিণ পূর্ব সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি (Indian Railways) ব্রিজেশ কুমার মিশ্র। এছাড়াও ছিলেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রার ডিআরএম এবং রেলের অন্যান্য আধিকারিকরাও। ডব্লিউডিজি ৪ লোকোমোটিভ দিয়ে স্পিড ট্রায়াল করা হয় এই নতুন লাইনে।

New double line in purulia by indian railways

সম্পন্ন হল ট্রায়াল রান: ট্রায়াল রানে সর্বোচ্চ ১০০ স্পিড তোলা হলেও আপাতত এই এই লাইনে সর্বোচ্চ ৮০ কিমি প্রতি ঘন্টা স্পিড তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রায়াল রান ঠিক ভাবে সম্পন্ন হতেই মেলে সেফটির ছাড়পত্র। আর তারপরেই নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেসকে (Indian Railways) দিয়ে উদ্বোধন করা হয় নতুন ডবল লাইন। পাশাপাশি সেদিন রাত থেকেই শুরু হয় মালগাড়ির চলাচল।

আরো পড়ুন : মায়ানমার-থাইল্যান্ডের পর এবার কাঁপল এই দেশ! ভারতের নাকের ডগায় ভয়াবহ ভূমিকম্প

চালানো হল বন্দে ভারত: বাণিজ্যিক রানের ছাড়পত্র পেতেই রবিবার সকালে ছোটে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রার ডিআরএম বলেন, যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। আসলে পূরৃব এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে রাঁচির যোগাযোগের সবথেকে সংক্ষিপ্ত রেলপথ (Indian Railways) এটাই।

আরো পড়ুন : এবার সমুদ্রের তলায় ছুটবে ট্রেন! মুম্বই থেকে মাত্র ২ ঘন্টায় পৌঁছনো যাবে বিশ্বের জনপ্রিয় এই শহরে

একসঙ্গে ৩৬.২ কিমি ব্যাপী দীর্ঘ রেললাইন এই প্রথম বসানোৎহল রেলের তরফে। এই সম্পূর্ণ যাত্রাপথে পড়ে মোট ৬৬ টী মাইনর ব্রিজ এবং সাতটি লিমিটেড হাইট সাবওয়ে এর ফলে যাত্রীদের পারাপারের সমস্যাও মিটে গিয়েছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X