করোনা চিকিৎসায় নতুন ওষুধ ভারতে, দাম আমজনতার সাধ্যের অতীত

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে আশার আলো দেখা গেল করোনায় (corona virus), মৃদু থেকে মাঝারি সংক্রমণে ৮০ শতাংশ কার্যকরী ওষুধ আনল ভারতীয় সংস্থা। গ্লেনমার্ক ফার্মার আনা ফাভিপিরাভির গোত্রের ওই নতুন অ্যান্টি-ভাইরাল ওষুধটির নাম ফাবিফ্লু (fabi flu)। দাম শুনে চোখ কপালে আমজনতার।

images 2020 06 22T152740.876

প্রতি পাতা ফাবিফ্লু ওষুধের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫০০ টাকা৷ প্রতি পাতায় ৩৪ টি হিসাবে প্রতি ওষুধের দাম পড়বে ১০৩ টাকা। প্রথম দিন ৯ টি ও পরের ১৪ দিন ৪ টি করে ট্যাবলেট খেতে হবে আক্রান্তকে।

মুম্বাইয়ের গ্লেনমার্ক ভারতের প্রথম সংস্থা যারা বাণিজ্যিক ভাবে অ্যান্টি ভাইরাল ড্রাগ তৈরি করছে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১১ টি শহরে ৯০ জন মৃদু ও ৬০ মাঝারি  করোনা আক্রান্তের ওপর পরীক্ষা চালিয়ে এই ওষুধ ৮০ শতাংশ সফল হয়েছে। ওষুধ তৈরি ও বিক্রির জন্য অনুমোদন মিলেছে দেশের ড্রাগ কন্ট্রোল জেনারেলের।

এই মুহুর্তে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৩ হাজার। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। একই সাথে কয়েকদিনে প্রায় আড়াই গুন বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে দেশের করোনা আক্রান্ত ৪ লক্ষ। দেশের অর্থনীতিও বিপর্যস্ত। বহু মানুষ লকডাউনে কাজ হারিয়েছেন। বহু মানুষের রুটি রুজিও প্রায় বন্ধ। এই পরিস্থিতিতে ৩৫০০ টাকার প্রতি পাতা ওষুধ দেশের আমজনতার পক্ষে আদেও কি সম্ভব! সে প্রশ্ন থাকছেই।


সম্পর্কিত খবর